• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

তাপস এবং বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়ে সংসার ধ্বংস করছে: মুন্নি

রিনা জাহান আমানা, বিনোদন ডেস্ক বিডিনিউজ ইউরোপ
আপডেট : Sabtu, ৪ নভেম্বর, ২০২৩

ঢাকাইয়া সিনেমার নায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী শবনব ইয়াসমিন বুবলী। বিয়ের আগে কিং খানের সঙ্গেও বুবলীর প্রেমের গুঞ্জন ছিল। পরবর্তীতে সন্তান নিয়ে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। ফের এই ঢাকাইয়া সিনেমার নায়িকাকে নিয়ে প্রেমের খবর চাউর হয়েছে।গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী একটি স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যদিও আইডি হ্যাক হয়েছে দাবি করেছেন মুন্নী। মুন্নীর আগের স্ট্যাটাস থেকে জানা যায়, তাপস এবং বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়ে তার সংসার ধ্বংস করছে।সেই স্ট্যাটাসে আরও বলা হয়, ‘শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!’ স্ট্যাটাসটি মুছে দিলেও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর দাবি, তার স্বামীর সঙ্গে প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী! এমন একটি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও সেই স্ট্যাটাসটি আর দেখা যায়নি। তবে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

প্রেমের খবরে বুবলী বললেন, ‘আল্লাহ হেদায়েত দিক’
তাপসের প্রেমে বুবলী?এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত সইতে হবে জানা নেই। কীসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে ফোন আসছে। যা জানলাম তা বলতেও রুচিতে বাঁধছে। শুনেছি হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে বেশকিছু দিন ধরে। আমি যেই টিএম ফিল্মসের সঙ্গে ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি তাতেই এখন কীভাবে পরিবেশ নোংরা করবে সেই পাঁয়তারা চলছে। টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল এবং অত্যন্ত শিল্পমনা। তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহের একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর করে পরামর্শ দিয়ে থাকেন, অনেক স্নেহ করেন আমাকে। আমার পরিবারের মতো অনেক গুরুত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এত সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদের আল্লাহ হেদায়েত দিক।’

এদিকে, তাপসের স্ত্রী ফারজানা মুন্নী আরও একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে যা আপনারা সবাই দেখেছেন। আমার প্রোফাইলটি হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে।’

উল্লেখ্য, তাপস ও মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বুবলী। তানিম রহমান অংশু পরিচালিত এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করবেন পরীমণিও।

বিডিনিউজ ইউরোপ/৪নভেম্বর/জই/বিনোদন


আরো বিভন্ন ধরণের নিউজ