পর্তুগীজ ইমিগ্রেশন ও বর্ডার সার্ভিস (SEF) ২৯শে অক্টোবর ২০২৩ ইং বিলুপ্ত হলো এবং পর্তুগালের অভিবাসন প্রক্রিয়ায় নতুন মাত্রা! দীর্ঘ ৪৭ বছর ধরে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠান পর্তুগীজ ইমিগ্রেশন ও বর্ডার সার্ভিস (SEF) এর ২৯শে অক্টোবর ২০২৩ ইং আনুষ্ঠানিক বিলুপ্ত হয়েছে । ৩০শে অক্টোবর থেকে নতুন সংগঠন Agency for Integration, Migration & Asylum (AIMA) কাজ শুরু করেছে। ইতিমধ্যে তারা ৬০০ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। উল্লেখ্য ৩লক্ষ কেইস পেইডিং রেখেই পর্তূগালের SEF বিলুপ্ত হলো।
এই উপলক্ষে স্থল ও জল সীমার বর্ডারের নিরাপত্তা ৩গুণ বৃদ্ধি করেছে। আগে যেখানে ৮০ জন SEF অফিসার দায়িত্ব পালন করতো এখন ২৩৩ জন GNR অফিসার দায়িত্ব পালন করবে। সদ্য বিলুপ্ত SEF এর কাজ ৭ টি পৃথক পৃথক সংস্থার মধ্যে বণ্টন করা হবে বলে সূত্র থেকে জানা যায়।
এর মধ্যে পুলিশিং ও তদন্ত চলে যাবে পর্তুগালের বিদ্যমান পুলিশ PSP, বর্ডার গার্ড GNR ও জুডিশিয়াল পুলিশ PJ এর কাছে। প্রশাসন কিছু কাজ করবে ইনস্টিটিউট অব নোটারী এন্ড রেজিস্টেশন IRN যারা ইলেকট্রনিক পাসপোর্ট ইসু ও রেসিডেন্স কার্ড রিনিউ করবে। নব গঠিত সংস্থা Agency for Integration, Migration & Asylum (AIMA) অভিবাসী ও শরনার্থীদের নিয়ে কাজ করবে।
তাছাড়া পর্তুগীজ হাই কমিশন ফর মাইগ্রেশন সহ আরো কয়েকটি সংস্থা অভিবাসন ও শরনার্থীদের নিয়ে কাজ করার কথা রয়েছে। বিস্তারিত আগামী কয়েকদিনের মধ্যে আরে স্পষ্ট হবে এবং জানা যাবে। বিলুপ্ত SEF এর স্থলাভিষিক্ত সংস্থা AIMA দায়িত্ব শুরুর প্রথম দিনে বলেছে তারা অগ্রাধিকার ভিত্তিতে পেন্ডিং আবেদনকারীদের রেসিডেন্স পারমিটের কাজ দ্রুততার সাথে শেষ করবে আগামী মার্চ মাসের মধ্যে ২০২৪।
তাছাড়া ফ্যামিলি রিউনিফিকেশন এর জন্য খুব শিগগিরই তাদের ওয়েবসাইটে আবেদনের ব্যবস্থা করা হবে ফলে পর্তুগালে পরিবার নিয়ে আসা আরো সহজ হবে বলে আশাকরা যাচ্ছে। পর্তুগাল প্রবাসীরা নতুন সংস্থার কাজ কেমন হবে তা নিয়ে বেশ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। কিছু দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে আশাকরি। নতুন সংস্থার কাজ নিয়ে প্রত্যাশার পাশাপাশি দীর্ঘসুত্রিতার আশঙ্কাও করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ ইউরোপ/১শে নভেম্বর/জই/পর্তূগাল