ভোলার তজুমদ্দিনে ৩শত গ্রাম গাঁজাসহ: রহীম আটক।তজুমদ্দিনে তিনশত গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ, সে উপজেলার কেয়ামুল্যা গ্রামের ছেলে। তাকে একদল পুলিশ চাঁদপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড দক্ষিণ কেয়ামূল্যা সংলগ্ন মেঘনা বাজার চৌরাস্তার মোড় পাকা রাস্তার কাছ থেকে রহীম আটক করা হয়।থানা সুত্রে জানা গেছে, আব্দুর রহিম (২২) দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। ২৭জুলাই ( বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টায় দিকে পুলিশের কাছে গোপন সংবাদ আসে সেই গোপন সংবাদের ভিত্তিতে এস আই রিসাত হোসাইনের, নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রহিমকে গাঁজা বিক্রি করার সময় হাতে নাতে আটক করেন।
পুলিশ জানায়, উপজেলার কেয়ামুল্যা গ্রামের জসিম হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রহিম এবং আসামী আব্দুর রহিম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।বলে জানিয়েছেন তজুমদ্দিন থানা সূত্র।
বিডিএনইইউ/৩০জুলাই/জই/ভোলা