“প্রেম”
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
আহা! তোমার প্রেম কতই না উজ্জীবিত,
কতই না সুন্দর তোমার হৃদয় আশান্বিত।
শিশিরে কত শোভা, কত শোভা বিকেল,
জোনাকির আলোর রুপ কতই না আর্টসেল।
সুন্দর দেখেছি কত সকাল এবং বিকেলে,
কত গোধূলির হাওয়া উড়ে আর চলে।
তোমার প্রেমের চোখ কত নিকটে এবং নিকটে,
সুন্দর দেখেছি কত হেমন্তের সন্নিকটে।
কত যে ভালো লাগার গান গেয়েছি দুইজনে,
রাত্রির আলোকিত প্রাণে আর প্রাণে।
হৃদয়ে ঝংকার উঠে। আহা! কতই প্রেম,
দেহের প্রেমে আমিও যে ভাসলেম।
আমি যে তোমায় ভালোবাসি,
সৌন্দর্যের প্রেম করে যে ঠাসাঠাসি।
তোমার হৃদয়ের প্রেম দু-হাতের মুঠোই বিলাই,
সুন্দরের চক্ষুতে ভালোবাসা দেখায়।
আমি যে তোমাকে ভালোবাসি
আমি যে তোমাকেই ভালোবাসি।
তবে তুমি বলে দাও,
কোন পথে পাবো প্রেমের ঠাই।
কোন পথে আছে সুখের প্রেমের মিছিল
ওগো তোমার প্রেমে-প্রেমে,
আজ জীবনের চাওয়া পাওয়া চলে অবলীলাক্রমে।
ওগো তুমি বলে দাও এই বিকেলে,
ফুলের ঘ্রাণ নিবো হেসে খেলে।
হৃদয় মম মুগ্ধ করেছো প্রেমে,
সন্ধ্যার তারার কথা কাব্য পড়ছে তাই নেমে।
সমস্ত হৃদয়ে একরাশ প্রেম দাও,
বিকেলে বাঁচার আশা জাগাও।
নতুন কোন কথা কিংবা রাত্রির গানে,
সমস্ত উঠোন ভরে উঠুক প্রাণে প্রাণে।
কচি-কচি শিশির ভেঁজা ঘাসে তোমার চলা,
প্রেমের আনন্দে ভাসবে দিনচলা।
বিডিনিউজ ইউরোপ/৩ ডিসেম্বর / জই