চট্টগ্রামের মাদক ব্যবসায়ী ৪ কেজি গাঁজাসহ ভোলায় আটক।ভোলা সদরের ইলিশা ফেরিঘাট থেকে গাঁজাসহ আরিফ নামের এক যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা মডেল পুলিশ। সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ আরিফকে আটক করে ইলিশা ফাঁড়ির পুলিশ। ১১জুলাই (মঙ্গলবার) আসামীকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে এ এস আই রিপনসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় মোঃ আরিফকে সন্দেহ জনক হলে তাকে আমরা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। পরে গাজাসহ মাদক ব্যবসায়ী আরিফকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসি। এবং আরিফ চট্টগ্রাম বিভাগের পাহাড় তলী থানার ঝর্ণা পাড়া ইউনিয়নের মৃত আঃ কাদেরের ছেলে।
সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত আছেন বলে শিকার করেন বলে আমরা জানতে পারি আরিফকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আর বলেন, মাদক কার বারীদের বর্তমান ও স্থানীয় রুট হিসেবে চিহ্নিত করা যাচ্ছে ইলিশা ফেরিঘাট ও লঞ্চ ঘাট। তারা সব সময় এই লহ লঞ্চঘাট ব্যবহার করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ।আমরা সবসময় সর্তক অবস্থায় রয়েছি, আমাদের চৌকস টীম ভোলাকে মাদক মুক্ত রাখতে সর্বক্ষণ ভূমিকা রাখছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে সব সময়।
বিডিনিউজ ইউরোপ/১৩জুলাই/জই/ভোলা