ভেনিসে “মরুর কাফেলা” কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলন ।মহান আল্লাহ তায়ালার আনুগত্য হিসেবে সারা বিশ্বে মুসলমানদের দুইটি ঈদ আনন্দের সাথে পালন করা হয়। দুইটি ঈদের মধ্যে একটি হলো ঈদুল ফিতর বা রোজার ঈদ ও দ্বিতীয়টি হলো ঈদুল আযহা বা কোরবানির ঈদ। উভয় ঈদই সারা বিশ্বের মুসলমানরা প্রার্থনা, ভোজন ও পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর মাধ্যমে উদযাপন করে। তারই ধারাবাহিকতায় ঈদুল আযহা পালন করার পর পরিবার এবং সাথী ভাইদের নিয়ে একএিত হয়ে সুন্দর সময় কাটানোর জন্য ইতালিতে এবার ভিন্নধর্মী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে “মরুর কাফেলা” নামক মুসলিম প্রবাসী সংঘবদ্ধ গ্রুপ।
সেখানে ছিল না প্রচলিত নাচ-গান কিংবা হইহুল্লোড়। ছিল বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা মহান আল্লাহ কে রাজি খুশি করার লক্ষ্যে ইসলামি সংস্কৃতি গড়ার এক ভিন্ন আয়োজন।জলকন্যা খ্যাত ইতালির ভেনিস নগরীর মেস্ত্রে অবস্থিত সান জুলিয়ানো পার্কে ৮ জুলাই ২০২৩ শনিবার বিকেল ৪ঃ০০টা থেকে বিকেল ৮ঃ০০টা পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “মরুর কাফেলা” গ্রুপের সাথী ভাইয়েরা এবং তাদের পরিবারবর্গ।”মরুর কাফেলা” গ্রুপের আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাথী ভাইদের পরিবার সহ সকলের উপস্থিতিতে পরিণত হয় এক টুকরো বাংলাদেশ। এমন আয়োজনে আনন্দিত উপস্থিত শিশু কিশোররা সহ সবাই।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, শিশু কিশোর সহ উপস্থিত সকলের মাঝে খেলাধুলার প্রতিযোগিতা, ইসলামের আলোকে ইহকাল এবং পরকালের বিভিন্ন শিক্ষা বিষয়ক আলোচনার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে বিভিন্ন রকম সুস্বাদু হালাল খাবারের পরিবেশন করা হয়।
“মরুর কাফেলা” গ্রুপের সদস্যগণ বলেন, একদিকে ইসলামি শিক্ষা অন্যদিকে ঈদুল আযহা পালনের পর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এই অনুষ্ঠানের উদ্দেশ্য।পরিশেষে উপস্থিত শিশু কিশোর সহ সকলের মাঝে পুরস্কার ও উপহার বিতরনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।ভিন্নধর্মী এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগামী প্রজন্ম ইসলামি সংস্কৃতিতে গড়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিডিনিউজ ইউরোপ/১০জুলাই/জই/ভেনিস