ভোলায় শুদ্ধাচার পুরস্কার অর্জন এবংসুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা ব্যবহারে শুদ্ধাচার বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় পর্যায়ে মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা শুদ্ধাচার পুরস্কার-২০২৩ এ ভূষিত হয়েছেন।
২৬ জুন ( সোমবার ) জেলা প্রশাসন, ভোলা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপির প্রতি। যার দূরদর্শী নেতৃত্ব ও বলিষ্ঠ পদক্ষেপে বাংলাদেশ যাত্রা করেছে উন্নয়নের মহাসোপানে।এছাড়া জেলা প্রশাসন, ভোলা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল আহসান স্যারের প্রতি।
এই পুরস্কার জেলা প্রশাসন, ভোলাসহ ভোলার সর্বস্তরের জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে।
বিডিনিউজ ইউরোপ/২৭জুন/জই/ভোলা