চলে যাওয়ার মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় : কর্মরত এসপি সাইফুল ।”চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়” চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী” ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, বদলি জনিত বিদায় উপলক্ষ্যে।২১ জুন ( বুধবার ) ভোলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত করা হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি ভোলা জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম, সকল অতিথিদের স্মৃতিচারণে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠেছে।
কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত ছিলেন ভোলা বাসীর বুকে। তারা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।এ সময় ভোলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।এ সময় জনাব কে,এম সফিকুজ্জামান, সিভিল সার্জন ভোলা সহ-স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ/২১জুন/জই/ভোলা