• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

প্রবাসীদের সেবাদানের প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান

মিনহাজ হোসেন ইতালি ইউরোপ
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

ইতালীস্হ বাংলাদেশ দূতাবাসকে দু্নীতি মুক্ত রেখে প্রবাসীদের সেবাদানের প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান

‘দূতাবাস বাংলাদেশেরই একটি ভূখণ্ড আর তাই ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে। বর্তমান প্রবাসবান্ধব সরকারের সুফল সাধারণ প্রবাসীদের মাঝে পৌঁছে দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। ইতালি আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


রোমস্থ বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদ্য আগত রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানকে শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেন নেতারা। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভায় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামিলীগের সাবেক সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহ- সভাপতি আব্দুর রউফ ফকির, মাইন উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমেদ, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, স্চ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সভাপতি আলি আজম, ইতালী আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ, কচি মুন্সী, শাখাওয়াত হোসেন শাখন, বাচ্চু সরদার, এছাড়াও ইতালি আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সিনিয়র নেতৃবৃন্দরা।

মতবিনিময়কালে সাধারণ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে রাষ্ট্রদূত ও দূতাবাসের উর্ধতন কর্মকর্তাদের সাথে খোলামেলা আলোচনা করেন উপস্থিত নেতারা।
বিডিনিউজ ইউরোপ/৩০ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ