ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার বিখ্যাত উক্তি সমূহ
বুধবার চিরনিদ্রায় শায়িত হয়েছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। মাঠ ও মাঠের বাইরে সবসময় বিতর্কের জালে আটকে ছিলেন ম্যারাডোনা। জাদুকরী ফুটবলার তার কথাতেও জাদু ছড়াতেন। তিনি ছিলেন বেশ বাকপটু। তার বেশ কিছু উক্তি জগদ্বিখ্যাত।
প্রয়াত ফুটবল রাজপুত্রের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাদের প্রথম পাতায় ম্যারাডোনার একটি ছবি দিয়ে তুলে ধরেছে তার একটি বিখ্যাত উক্তি। যেখানে ফুটে উঠেছে ফুটবলের প্রতি ম্যারাডোনার অকৃত্রিম ভালোবাসা।
তিনি বলেছিলেন, ‘যদি মরে যাই, আমি আবারও জন্ম নিতে চাই। আবারও একজন ফুটবলার হতে চাই। আবারও দিয়েগো আরমান্দো ম্যারাডোনা হতে চাই। আমি এমন একজন খেলোয়াড় যে মানুষকে আনন্দ দিয়েছে। আর এটি আমার জন্য যথেষ্টের চেয়েও বেশি।’
সদ্য প্রয়াত এ কিংবদন্তির আরও যেসব উক্তি ফুটবলভক্তদের হৃদয়ে নাড়া দিয়েছে।
২. ‘বল দেখা, এর পেছনে ছোটার মাধ্যমে আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
৩. ‘আমি ভুল করেছি এবং সেগুলোর জন্য মাসুলও গুনেছি। কিন্তু বল এখনও খাঁটি।’
৪. ‘আমি ম্যারাডোনা। যে গোল করে, ভুলও করে। আমি এগুলো সবই বয়ে বেড়াতে পারি। সবার সঙ্গে লড়াই করার মতো বিশাল এক কাঁধ রয়েছে আমার।’
৫. ‘আপনি আমার সম্পর্কে অনেক কথা বলতে পারেন। কিন্তু আমি ঝুঁকি নিই না, এ কথা কখনও বলতে পারবেন না।’
৬. ‘আমি কালো কিংবা সাদা হতে পারি; কিন্তু জীবনে কখনও ধূসর হব না।’
৭. ‘আমি যুক্তরাষ্ট্র থেকে আসা সব কিছুই ঘৃণা করি। আমি এগুলোকে আমার সব শক্তি দিয়ে ঘৃণা করি।’
৮. ‘পেলে এবং আমার মধ্যে কে সেরা তা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। সবাই আমার কথাই বলবে।’
৯. ‘পেলের উচিত জাদুঘরে চলে যাওয়া।’
১০. ‘হ্যান্ড অব গড গোলটি দেয়ার পর¬ বললেন– আমি চাইছিলাম সতীর্থরা আমাকে জড়িয়ে ধরুক; কিন্তু কেউ আসছিল না…। আমি তাদের বললাম, এসো আমাকে জড়িয়ে ধর। না হলে রেফারি এটি বাতিল করে দেবে।’
১১. ‘ক্ষমা চেয়ে ইতিহাস পাল্টে দিতে পারলে আমি অবশ্যই তা করতাম। কিন্তু গোলটি এখনও একটি গোলই। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো এবং আমি হয়ে গেলাম বিশ্বের সেরা খেলোয়াড়।’
১২. গোল করার পর মেসি স্বাভাবিক উদযাপন করে। আর ক্রিশ্চিয়ানো গোল করে এমন ভাব করে যেন সে শ্যাম্পুর বিজ্ঞাপন শ্যুটিং করছে।
বিডিনিউজ ইউরোপ/ ২৮ নভেম্বর/ জই