প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করলেন এমপি মোতাহার হোসেন।লালমনিরহাট জেলার (হাতীবান্ধা – পাটগ্রাম) দুই উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রাণ তহবিল থেকে ৪৭ জন দরিদ্র, অভাবগ্রস্ত, অসহায় ও রোগাক্রান্ত ব্যক্তিকে প্রায় এক কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার বড়খাতায় উন্নত চিকিৎসা জন্য বিভিন্ন মূল্যমানের চেক বিতরণ করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা – পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ কালে
মোতাহার হোসেন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছে। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। সারাদেশে তিনি অসুস্থ অসহায় মানুষের মাঝে তিনি চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন বলে মিস্টার মোতাহার হোসেন জানান।তিনি আরো বলেন এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। এমপি জানান আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার জন্য সহায়তা গ্রহিতাদের নিকট আহবান জানিয়েছেন এই সাংসদ।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯ডিসেম্বর/জই