• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

কবির আহমেদ আন্তর্জাতিক ক্রিড়া ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
LUSAIL CITY, QATAR - DECEMBER 13: Julian Alvarez celebrates with Lionel Messi of Argentina after scoring the team's second goal during the FIFA World Cup Qatar 2022 semi final match between Argentina and Croatia at Lusail Stadium on December 13, 2022 in Lusail City, Qatar. (Photo by Richard Heathcote/Getty Images)

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা।আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি।গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে কাতার বিশ্বকাপের অন‌্যতম শিরোপা প্রত্যাশি আর্জেন্টিনা অতি সহজেই ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে।

খেলার প্রথমার্ধের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। তার গোলের ৫ মিনিট পর আলভারেজের একক প্রচেষ্টার এক অসাধারণ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা দুই গোলে। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। বিরতি থেকে ফিরে ৬৯ মিনিটে আবারও গোল দেন আলভারেজ। মেসির অসাধারণ পাস থেকে এই গোল দেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জিতে আর্জেন্টিনা। আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলার ফ্রান্স-মরক্কোর ম্যাচের জয়ী দলের সাথে আগামী রবিবার ১৮ ডিসেম্বর ফাইনালে লড়বে স্কালোনির শিষ্যরা।

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল
এক নাটকীয় হার দিয়ে। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জিতে গ্রুপের চ্যাম্পিয়ন হয় তারা। শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে এবং কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এর আগে আরও দুইবার একে অন্যের সঙ্গে খেললেও এবারই প্রথম নকআউটে দেখা হচ্ছে তাদের। বিশ্বমঞ্চে আগের দুই দেখায় একটি করে জিতেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। সব মিলিয়ে পাঁচবারের দেখায় দুটি করে জয় দুই দলের, অন্যটি ড্র। প্রথমবার দুই দলের সাক্ষাৎ হয়েছিল ১৯৯৪ সালের জুনে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের কেউ গোলের দেখা পায়নি, শেষ হয় গোলশূন্য ড্রতে। চার বছর পর ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ ম্যাচে প্রথম দেখা হয়, সেখানে মাউরিসিও পিনেদার একমাত্র গোলে জেতে আর্জেন্টিনা। ২০ বছর পর ২০১৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল। গ্রুপ পর্বের ওই ম্যাচে আন্তে রেবিচ, লুকা মদরিচ ও ইভান রাকিতিচের দ্বিতীয়ার্ধের গোলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় ক্রোয়েশিয়ানরা।

গতকাল প্রথম সেমিফাইনালে প্রথম থেকেই উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। খেলার ২৫ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার কেউই কোনো গোল দিতে পারেনি। তবে লড়ছে সমানতালে। এই সময়ের মধ্যে আর্জেন্টিনা গোল বারে শট নিয়েছে ২টি, ১টি অন টার্গেট। অন্যদিকে ক্রোয়েশিয়া শট নিয়েছে মাত্র ১টি।

এরপর খেলার ৩১ মিনিটে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ আর্জেন্টিনার স্ট্রাইকার আলভারেজকে ফাউল করলে পেনাল্টি কিকের নির্দেশ দেন রেফারি। হলুদ কার্ড দেখান গোলরক্ষককে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি খেলার ৩৪ মিনিটে পেনাল্টি কিকের মাধ্যমে ডান দিকে তীব্র শটে গোল দিয়ে ১-০ গোলে এগিয়ে দেন দলকে। বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। এ ছাড়াও এই পর্যন্ত সব মিলিয়ে বিশ্বকাপে তার মোট গোলের সংখ্যা সর্বোচ্চ ১১ টি।

মেসির গোলের পর খেলার ৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল দেন আলভারেজ। ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। মাঝমাঠের একটু সামনে থেকে বল পেয়েই ভোঁ দৌড় দেন আলভারেজ। তাকে আটকাতে পারেননি ক্রোয়েশিয়ার কোনো ডিফেন্ডার। গোলরক্ষকের খুব কাছে গিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয়বারের মতো বল জড়ান জালে(২-০)।

খেলার দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে মেসি ডানদিকে বল পেয়েই এগিয়ে আসেন ডি বক্সের দিকে। পাশে দুজন থাকলেও মেসিকে থামাতে পারেনি ক্রোয়েশিয়ার কোনো ডিফেন্ডার। একদম লাইনের পাশ থেকে গোলমুখে অসাধারণ পাস দেন মেসি। সেখানে থাকা আলভারেজ আলতো টোকায় জড়িয়ে দেন জালে (৩-০)। পরে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ করলেও খেলায় আর কোন গোল হয় নি।

গতকালের সেমিফাইনাল খেলায় দলের পক্ষে প্রথম গোল এবং দ্বিতীয় গোলে সাহায্য করার জন্য মেসি খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এবং পুরস্কৃত হন। আর্জেন্টিনা আগামী রবিবার (১৮ ডিসেম্বর) ২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা খেলবে দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতাকারী ফ্রান্স ও মরক্কোর মধ্যে বিজয়ীর সাথে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ