• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ঝালকাঠির পরিবেশবান্ধব মেরি ব্রিক্সের আনুষ্ঠানিক ফায়ার দিয়ে উৎপাদনের কাজ শুরু

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : Rabu, ২৩ নভেম্বর, ২০২২

ঝালকাঠির পরিবেশবান্ধব মেরি ব্রিক্সের আনুষ্ঠানিক ফায়ার দিয়ে উৎপাদনের কাজ শুরু।ঝালকাঠি সদর উপজেলা পিপলিতা গ্রামে পরিবেশবান্ধব জিক-জ্যাক ইট ভাটা মেরি ব্রিক্সের আনুষ্ঠানিক ফায়ার দিয়ে উৎপাদনের কাজ শুরু করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি বিশিষ্ট জনের উপস্থিতিতে মেরি ব্রিক্স ইট ভাটায় সুধী সমাবেশ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সামসুল ইকরাম পিরু, আরিফ হোসেন মিন্টু, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।

এই ইট ভাটাটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অনাকাঙ্খিত ঘটনা উত্তোরন করে নুতন উদ্যোমে যাত্রা শুরু করেছে। ইট ভাটাটি স্থাপিত হওয়ার ১০ বছর পরে ইট ভাটার অদূরে জনৈক শহিদুল ইসলাম নামের আইনজীবি তার বসতবাড়ির কলাগাছ ও সুপারি বাগান চিমনীর ধোয়ায় পুড়ে গেছে দাবি করে আপত্তি তোলে। পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগ ও জেলা প্রশাসন গভীরভাবে একাধিক তদন্ত করে আইনজীবির স্বপক্ষে কোন সত্যতা পায়নি। কৃষি বিভাগ রিপোট দিয়েছে এলাকায় দীর্ঘদিনের সুপারি বাগান ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়েছে যদিও তাতে ফলনের বড় ধরনের কোন ক্ষতি হয় নাই। মেরি ব্রিক্সের মালিক মোঃ শহিদুল ইসলাম দাবী করেছেন, তার ইট ভাটার পরিবেশবান্ধব জিক-জ্যাক হওয়ার কারণে ইট ভাটা ক্ষতিকারক অংশ শোধন হয়ে চিমনী দিয়ে দিয়ে সাদা ধোয়া বেড়িয়ে আসে। মূলত আইনজীবী শহিদুল ইসলামের কাছে তার পাওনা টাকার তাগিদ দিলে সে ক্ষুব্ধ হয়ে এই অভিযোগ তোলেন। যদিও বিষয়টি জেলা আইনজীবী সমিতিতে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ