• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল ভোলার তুলাতুলি পার্কে বিনোদনের নামে প্রকাশ্যে চলছে অশ্লিলতা ভোলায় সাংবাদিক নাহিদের উপর হামলা কারীদের গ্রেফতারের জন্য মানববন্ধন ভোলার আ’লীগের সাধারণ সম্পাদক ও সহধর্মিণীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রতিবেশী দেশ সমূহের সাথে সম্পর্কোন্নয়নে ভারতের নতুন করে উদ্যোগ সাবেক সংসদ সদস্য সুমন গ্রেফতার উনাকে পল্লবী থানায় রেখেছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল, সম্পাদক সুমন, উপদেষ্টা মাহবুবুর রহমান নির্বাচিত নিরাপত্তার স্বার্থে সাকিব কে দেশে না ফেরার পরামর্শ: ক্রিড়া উপদেষ্টা আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অস্ট্রিয়া তিন দলীয় কোয়ালিশন সরকারের পথে এগোচ্ছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

নাপোলীতে হাওলাদার মাল্টি সার্ভিসের নব আঙ্গিকে যাত্রা

মিনহাজ হোসাইন ( ইউরোপ) বিশেষ প্রতিবেদক ইতালি
আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

নাপোলীতে হাওলাদার মাল্টি সার্ভিসের নব আঙ্গিকে যাত্রাঃ বিশ্বস্ততা ও নির্ভরতার আরেক নাম বললেন মামুন হাওলাদার। ইতালির বন্দর নগরী নাপোলীর অন্যতম বাণিজ্যিক এলাকা বাংলা অধ্যুষিত এলাকা পিয়াচ্ছা “গারিবালদি” তে হাওলাদার মাল্টি সার্ভিসের নব আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকেই প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন অভিবাসীদের এয়ার টিকিট, মানি ট্রান্সফারের সার্ভিস দিয়ে আসছে, এবার যুক্ত হলো কাফ পাত্রোনাতো ও ইমিগ্রেশনের সম্পূর্ণ কার্যক্রম। এখানে সার্ভিস ইতালিয়া তাদের ২২তম শাখার শুভ সূচনা করে।

নাপোলীর বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব এই প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মামুন বলেন” কমিউনিটির সেবা মূলক কার্যক্রমে আমি সব সময় পাশে থাকার চেষ্টা করি, এখানে বসবাসরত অভিবাসীরা কাফ ও ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা ও সমস্যায় ভুগছেন তাদের প্রতি দৃষ্টি রেখেই এবার “সার্ভিস ইতালিয়া”র শাখা থাকবে হাওলাদার মাল্টি সার্ভিসে।

তিনি আরো বলেন” আমাদের কাফ ও ইমিগ্রেশন সার্ভিসে দক্ষ এডভোকেট রয়েছে, যার ফলে স্বচ্ছ ও সততার সঙ্গে এখানে সার্ভিস সমূহ দেয়া হবে। সেই সঙ্গে এয়ার টিকিট ও মানি ট্রান্সফারও থাকছে। বিশ্বস্ততা ও নির্ভরতার প্রতীক হিসেবে তিনি গড়তে চান এই হাওলাদার মাল্টি সার্ভিস।

শুভ উদ্বোধনের এই শুভক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আলফ্রেদ্দ্রো মারাত্তা, নাপোলী কমুনির সভাপতি রাবেন্দ্রন গাজেন্দ্রন, সার্ভিস ইতালি চেয়ারম্যান হৃদয় মোঃ মনির, নাপোলীর বিশিষ্ট ব্যবসায়ী শহীদ বেপারি, ফরিদ উদ্দিন, জাকির হোসেন, সুলেমান বেগ সহ ইতালি প্রবাসী ও আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় এই অঞ্চলের বায়তুল ফালাহ মসজিদের ইমাম ও খতিব জাকির হোসেন জাকারিয়া এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ