• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

কাতারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের সূচনা

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

কাতারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়েছে।উদ্বোধনী দিনে ইকুয়েডরের কাছে স্বাগতিক কাতারের ২-০ গোলে পরাজয়।গত রবিবার (২০ নভেম্বর) অত্যন্ত জাঁকজমকের মাধ্যমে দোহার আল বায়াত স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রচুর বিতর্ক থাকলেও, উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিয়েছে তারা। দেওয়া হয়েছে ঐক্যের ও সাম্যের বার্তা। ফুটবলই যে দুনিয়াকে এক করতে পারে, সেই বার্তা বারে বারে উঠে এসেছে। নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল-মাখতুম। প্রথমে গানের অনুষ্ঠান হয়। তার পরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউডি অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। তাঁর সঙ্গে মঞ্চে প্রবেশ করেন কাতারের বিশেষ ভাবে সক্ষম ঘানেম আল-মুফতাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন কোরীয় ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জান কুক। তাঁর সঙ্গে গেয়েছেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এর আগের বিশ্বকাপে যে গানগুলি গাওয়া হয়েছিল, সেগুলি ফিরে এসেছে। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল। আগের বারের বিশ্বকাপে যে সব ম্যাসকট ছিল, তাদেরকেও একে একে হাজির করানো হল।

বাংলাদেশের শীর্ষ স্থানীয় জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই প্রথম বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন কোরআন তিলওয়াত, বিটিএসের পরিবেশনা আর আতশবাজির মাধ্যমে শেষ হয়েছে।বাংলাদেশ সময় গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় কাতারের আল বাইয়াত স্টেডিয়ামে শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। শুরু থেকে এই আয়োজনের বিশেষ দিক গুলো তুলে ধরা হলো পাঠকদের জন্য।

আরব্য নৃত্য দিয়ে শুরু বহুল কাঙ্ক্ষিত কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় নৃত্য দিয়ে। এই নৃত্যে আরব্য সংস্কৃতিকে তুলে ধরা হয়।মরগান ফ্রিম্যান ও বিশেষক্ষমতা সম্পন্ন ব্যক্তি

আরব্য নৃত্যের পরেই হাজির হন বিখ্যাত হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি গাফেন। গাফেন কোরাআন তিলওয়াত করেন। ৩২ দেশের পতাকা প্রদর্শন মরগান-গাফেনের পর কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দেশের পতাকা প্রদর্শন করা হয়।মাসকটের সঙ্গে সব বিশ্বকাপের গান

পতাকা প্রদর্শনের পর মাসকট প্রদর্শন করা হয়। সঙ্গে ছিল ওয়াকা-ওয়াকা হতে শুরু করে ফিফা বিশ্বকাপের সব গানের পরিবেশনা। বিটিএসের পারফর্ম। সব সংস্করণের গানের পরিবেশনার পর আসেন বিটিএসের ঝংকুক। তিনি এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ড্রিমার্স পরিবেশনা করেন। কাতারের আমিরের বক্তব্যে শেষ। সব শেষে কাতারের আমির বক্তব্য রাখেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে কাতার বিশ্বকাপে স্বাগত জানান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২নভেম্বর/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ