ইতালিতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন। ইতালিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে।রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে ১৮ অক্টোবর মঙ্গলবার রাত আটটায় অনুষ্ঠিত এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরিফুল ইসলাম শরীফ। সহযোগিতায় ছিলেন যুবলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা কর্মী। রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমেই শেখ রাসেলের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়।সংক্ষিপ্ত আলোচনা বক্তারা বলেন” এই দিন টি গতবছর থেকেই “শেখ রাসেল দিবস” হিসাবে উদযাপন হচ্ছে।
শেখ রাসেল আমাদের কাছে নির্মলতার প্রতীক, দুরন্ত ও প্রাণবন্ত নির্ভীক এই শেখ রাসেল।আয়োজকরা আগামী তে আরো বড় পরিসরে এবং ইতালিতে বেড়ে ওঠা শিশু ও কিশোরদের সঙে নিয়ে আয়োজন করবেন বলে জানান।আয়োজনে যারা উপস্থিত ছিলেন তারা হলেন আনোয়ার হোসেন দিদার, সৈয়দ সুমন, সজল শিকদার, কামাল হোসেন, মোজাম্মেল হক, ইমরান মাতব্বর, সাদ্দাম হোসেন, এম ডি মামুন,অনিক হাওলাদার।শেষে উপস্থিত সকলে মিলে কেক কাটা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬অক্টোবর/জই