• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

সপ্তাহের শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তুষারপাতের পূর্বাভাস

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক অস্ট্রীয়া
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

এই উইকএন্ডে অর্থাৎ সপ্তাহের শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তুষারপাতের পূর্বাভাস!
বর্তমানে অস্ট্রিয়ায় পুরু শীতের আয়োজন চলছে। বর্তমান পূর্বাভাস অনুসারে,শনি ও রবিবার আল্পস পর্বতমালায় প্রচুর তুষারপাত সহ দানিয়ুব (Donau) নদীর অববাহিকায় দক্ষিণ থেকে পূর্ব দিকে সমতল ভূমিতে এই শীতের প্রথম তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এই সময়ে আল্পস পর্বতমালায় ভারী তুষারপাত আর দানিয়ুব নদীর অববাহিকার নিম্ন অঞ্চলে প্রথম দিকে হালকা তুষারপাতের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার সারাদিন ঘন কুয়াশায় সমগ্র দেশ আচ্ছন্ন ছিল এবং বাতাসের বেগ খুবই দুর্বল হয়ে প্রবাহিত হচ্ছে। সারাদেশের তাপমাত্রা মাইনাস – ৫’ ডিগ্রি থেকে +২’ ডিগ্রির মধ্যে উঠানামার মধ্যে থাকবে। কেবলমাত্র স্থির কুয়াশাচ্ছন্ন এলাকার তাপমাত্রা মাইনাস এর আশেপাশে থাকবে।

অবশ্য যে এলাকা কুয়াশামুক্ত,সেখানকার তাপমাত্রা +১০’ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। শুক্রবার ও শনিবার নিম্নভূমির উপর ঘন কুয়াশাচ্ছন্ন অবস্থা অব্যাহত থাকবে। রবিবারও সমগ্র দেশে ঠান্ডা আবহাওয়া বিরাজমান থাকবে। তাপমাত্রা মাইনাস -৩’ ডিগ্রি থেকে +৯’ ডিগ্রির মধ্যে উঠানামা করবে। এদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় সংক্রমণ সনাক্ত হয়েছেন ৫,৫২৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০৬ জন। রাজধানী ভিয়েনাতে আজ করোনায় সংক্রমিত হয়েছেন ৮৫৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ১,১৬৮ জন,NÖ রাজ্যে ৭৫৬ জন,Stmk.রাজ্যে ৭৪৬ জন,Tirol রাজ্যে ৫৭১ জন,Sbg.রাজ্যে ৫২৭ জন, Ktn.রাজ্যে ৪১৪ জন,Vbg.রাজ্যে ৩৩৫ জন এবং Burgenland রাজ্যে ১৫০ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২,৬৫,০৯৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ২,৭৭৩ জন। করোনা থেকে এই পর্যন্ত মোট আরোগ্য লাভ করেছেন ১,৯৬,৩৪২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৬৫,৯৭৯ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ৭০৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪,৪৬১ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বিডিনিউজ ইউরোপ/২৬ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ