• বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

বাংলাদেশিরা বৈধভাবে মাল্টাই যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে

জাকির হোসেন চৌধুরী মুন্না বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট
আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

সফল কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বৈধভাবে বাংলাদেশরা মালটায় যাওয়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।মাল্টা ভূমধ্যসাগরে অবস্থিত ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র। ইতালির সিসিলি দ্বীপের প্রায় ১০০ কিমি. দক্ষিণে এবং আফ্রিকা মহাদেশের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে কতগুলো প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশ মাল্টা। এদের মধ্যে কেবল মাল্টা, গোজো ও কোমিনো দ্বীপে মনুষ্যবসতি আছে। দ্বীপগুলোর তটরেখা অনিয়মিত, ফলে এগুলোতে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলে।মাল্টার অর্থনৈতিক ভারসাম্য রক্ষা, শিল্প-কারখানা ও পর্যটন শিল্পের জন্য অনেক বিদেশী শ্রমিকের প্রয়োজন। করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন সেক্টরে কর্মী সংকট দেখা দিয়েছে। যার ফলে মনে করা হচ্ছে বাংলাদেশের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের ইউরোপে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনের মাধ্যমে এই সুযোগ কাজে লাগাতে পারেন বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

ইউরোপের দেশ গ্রিস, মাল্টা এবং ইটালিতে বিভিন্ন খাতে বৈধভাবে জনশক্তি নেয়া হবে। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন দেশের শ্রমিকের পাশাপাশি বাংলাদেশ থেকেও ইমারত শ্রমিক হিসেবে প্রায়ই তিন হাজার প্রবাসী বাংলাদেশি বৈধভাবে মাল্টায় যাওয়ার সুযোগ পেয়েছেন। বেশিরভাগ বাংলাদেশি ভারতে অবস্থিত মাল্টা দূতাবাস থেকে ইমারত তৈরি বা কনস্ট্রাকশন কাজের ভিসা নিয়ে প্রবেশ করেছেন মাল্টায়। যদিও বর্তমানে এই ভিসা বন্ধ আছে।গত কয়েক মাস আগে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ মাল্টা পরিদর্শন করেছেন, যিনি গ্রিসের পাশাপাশি মাল্টা এবং আলবেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত আছেন। তার কূটনৈতিক সফরে মাল্টার সরকারের সাথে দি-পাক্ষিক এক বৈঠকে ঢাকায় “ভিএফএস” এর মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রদানের অনুরোধ জানিয়েছেন।

রাষ্ট্রদূতের প্রচেষ্টায় এবং গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আন্তরিক পরিশ্রমের ফল স্বরূপ গত ১৯ জুলাই থেকে সম্পূর্ণ সরকারিভাবে ঢাকা ভিএফএস থেকে বাংলাদেশিদের মাল্টায় আসার ভিসা চালুর অনুমোদন দেওয়া হয়েছে। শক্তিশালী সিন্ডিক্যাট বা দালালদের দৌরাত্ম্য আর কাজ হবে না। তাই বিদেশ গমনেচ্ছুক সকল বাংলাদেশিদের দালাল চক্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত।

২০২০ সালে করোনার প্রথম দিকে মাল্টা সরকার ৪৪ জন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়েছিলেন, যাদের মাল্টায় বসবাসের বৈধ কোন কাগজপত্র বা আবাসিক অনুমতি ছিল না। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, এখনো মাল্টার ডিটেনশন সেন্টারে বেশ কয়েক জন বাংলাদেশি আটক রয়েছেন এবং যে কোনো সময় তাদেরও বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।

সব অবৈধ পন্থা বিসর্জন দিয়ে বৈধতার সাথে সুন্দর জীবন গড়া ও বৈধ পথে জীবনের সুরক্ষা মেনে বিদেশ যাওয়া দেশে রেমিট্যান্স পাঠানোর অন্যতম ভিত্তি। দেশ ও পরিবার ভালো থাকবে, নিজের জীবনের সফলতাও ধরা দেবে- এই অঙ্গীকার হোক বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ