• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

গ্রীসে এস্যাইলাম পাওয়ার সুযোগ,শুরু হয়েছে স্কাইপ কল

মুহাম্মেদ অলিউর রাফি কূটনৈতিক বিশ্লেষক ও অভিবাসন বিষয়ে পরামর্শক
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

গ্রীসে এস্যাইলাম পাওয়ার সুযোগ,শুরু হয়েছে স্কাইপ কল:
গ্রীসে এস্যাইলাম পাওয়ার মাধ্যম স্কাইপ কল বন্ধ হয়ে যাওয়ার পরে সবাই আশাহত হয়েছিলেন।কিন্তু অনেকেই জানেন না যে,বিগত ১৮-০৪-২০২২ইং থেকে গ্রীসের আশ্রয় ও অভিবাসন মন্ত্রণালয় আবারো স্কাইপ কলের মাধ্যমে এস্যাইলাম সুবিধা দিয়ে যাচ্ছে এবং আগের থেকে আরো বৃহৎ আকারে এস্যাইলাম সুবিধা দিয়েছে তারা।
“এস্যাইলাম আবেদনের স্কাইপ সার্ভিস কিছু নতুন নিয়ম নিয়ে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করেছে”।নতুন শিডিউল অনুযায়ী স্কাইপ কলে, এখন থেকে সপ্তাহে দুইদিন কল দিয়ে নিবন্ধন করার সুযোগ থাকছে আগের মত”। বাংলাদেশিরাএথেন্স,পাতরা,ক্রিতি ও কোস আইল্যান্ডে একদিন এবং অন্যদিন থেসেলোনিকি বা সামোস আইল্যান্ড থেকে এস্যাইলাম কার্ড পেতে পারেন।

পোস্টে সঠিক স্কাইপ আইডির স্ক্রিনশটও দেওয়া হয়েছে।

সময়সূচি:

১.বিশেষ নোট:বৃহস্পতিবার মোট দুবার কল দেওয়ার সময় রয়েছে। সকাল ১০:৩০ মিনিট থেকে সকাল ১১ টা পর্যন্ত এই ৩০ মিনিট কল রিসিভ করলে শুধু পেরিয়াস থেকে এস্যাইলাম কার্ড দিবে।

২.বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত:
(এদিন থিসেলোনিকি অথবা সামোস আইল্যান্ডের এস্যাইলাম অফিস থেকে এস্যাইলাম কার্ড পাওয়ার আমন্ত্রণ জানানো হয়)।

৩.শুক্রবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত:
(এদিন পেরিয়াস/পাতরা/ক্রিতি/কোস আইল্যান্ডের এস্যাইলাম অফিস হতে এস্যাইলাম কার্ড পাওয়ার আমন্ত্রণ জানানো হয়)।

বি:দ্র:

যাদের এস্যাইলাম কার্ড পূর্বে ছিলো এখন নেই,তারা গ্রীক এস্যাইলাম আইন অনুসারে আরেকবার একটি নতুন কেস দিয়ে এস্যাইলাম গ্রহণ করার সুযোগ পাবেন।সুতরাং আপনারাও আরেকবার এস্যাইলাম কার্ড পেতে কল করবেন।

বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ই সময়সূচি অনুযায়ী কল করবেন।যেখান থেকেই হোক এস্যাইলাম কার্ড নেওয়ার চেষ্টা করবেন।

স্কাইপে কল রিসিভ হলে একজন দোভাষী বাংলায় কথা বলবেন।

অবশ্যই স্কাইপের সঠিক আইডিতে কল দিবেন এবং ভিডিও কল দিবেন।

যিনি এস্যাইলাম কার্ড নিতে চান সেই ব্যক্তিকেই কলে থাকতে হবে কারন উনার ছবির স্ক্রিনশট নেওয়া হবে।

এক কলে একাধিক ব্যক্তি নিবন্ধন করতে পারবেন।

ভিডিও কলের আগে আপনার জন্ম তারিখ মনে রাখবেন এবং তারা নাম জিজ্ঞেস করবে।

কল যেকোন মুহুর্তে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে দ্রুত তাদেরকে জিজ্ঞেস করবেন কোন দিন, কত তারিখে,কোন জায়গার এস্যাইলাম অফিসে হাজির হতে হবে এবং একটি কোড নাম্বার তারা দিতে পারে,সেটি লিখে রাখবেন।

প্রাক নিবন্ধন হলে যে শহরের এস্যাইলাম অফিসের নাম বলবে গোগলম্যাপে গিয়ে সার্চ দিয়ে ঠিকানাটা সাথে সাথে লিখে রাখুন এবং সময়মত হাজির হতে কিভাবে যাওয়া যাবে সেটা আগে থেকেই নির্ধারণ করে রাখুন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ