ঝালকাঠি জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেন উপলক্ষ্যে জেলা অবহিতকরন সভা।ঝালকাঠিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেন উপলক্ষ্যে জেলা অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠিত এই সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পিয়ারা বেগম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মনিরুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি ছিলেন। সভায় সাংবাদিক, বিভিন্ন সরকারী বিভাগের জেলা প্রধান, সুশিল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে । এসময় ৬ মাস থেকে ১বছর বয়সি শিশুদের নীল ক্যাপসুল ও ২ বছর থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় মূল বিষয়ের উপর উপস্থাপন করেন ডাঃ মোস্তাফিজুর রহমান। এর পর পরই একই স্থানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসকসহ অন্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মে/জই