ভোলায় খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল্য সম্ভব নুরআলম। গতকাল ৯- এপ্রিল ( শনিবার ) ৩১- নং সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠ মধ্য চরনোয়াবাদ বন্ধন ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকে নেতৃত্বে এই নাইট শর্ট ক্রিজ ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়। কালুপুট্রি ক্লাব রহমানের চত্বর্থ দিন থেকে খেলা নবম দিন পর্যন্ত এই লড়াই করেছে কালুপট্র অবশেষে ৮- জনের কঠোর পরিশ্রমের ফল আজ বিজয়ী হলো ৬৫ রানে। অপর টিম প্রভাতি যুব সংঘ অনেক চেষ্টার পড়ও কিছু করতে পাড়লো না অবশেষে ৬২- রানে অলআউট পড়ে বিজয়ী- দের হাতে টপি তুলে দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরআলম সংক্ষিপ্ত বক্তব্যে বলে সুস্থ দেহে সুস্থমন ক্রীয়া অঙ্গনে কিছুক্ষন সুন্দর সমাজ ও মাদক নির্মূল্য সম্ভব কারোন ক্রীড়ার কোনো বিকল্প হয় না। তাই আমি মনে করি সমাজের প্রতিটি সোনালি তরুণদের এবং যুবকদের খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়াও খেলাধুলার মাধ্যমে এক জন তরুণ প্রজন্মের ভবিষ্যৎ হয়ে উঠবে।আন্তর্জাতিক পর্যায়ে ডাড়া আজ ক্রীড়াঙ্গনে মাতচ্ছেন তাড়াও কোনো না কোনো গ্রামের তরুণ। আমার বিশ্বাস তোমরা একদিন দেশকে ও জাতিকে উজ্জ্বল করবা।
বর্তমান ছাএ সমাজের জেলা সভাপতি মোহাম্মদ আলী বলেন, উপস্থিত আমার বড় বাই প্রভাতি যুব সংঘের নুরআলম, ডিঙ্গেন, আর রয়েছেন বন্ধন ঐক্য পরিষদের বিশেষ অতিথি ফকরুল বাই সকলকে আমার ভক্তি পূণ্য ভালোবাসা।
তোমাদের পাসে আমরা সব সময়ই আছি থাকবো বহুদূর নিয়ে যাওয়ার লক্ষে কাজ করবো প্রতৃিক সোনার বাংলা করতে চাই। এ জন্য বেশি বেশি খেলা ধুলা করবা। পাশা পাশি পড়া শোনায় ১০০% মনোযোগ দিবা
বন্ধন ঐক্য পরিষদ এই সুন্দর আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং আজকে এতো সুন্দর একটা পরিবেশ আমাকে কথা বলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ বলে বক্তব্য শেষ করলাম।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০ এপ্রিল/জই