• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ঝালকাঠিতে নিত্য প্রযোজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক ও মূল্যস্থিতিশীল রাখতে হবেঃঅতিরিক্ত সচিব

বাধঁন রায় ঝালকাঠি বরিশাল
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

ঝালকাঠিতে নিত্য প্রযোজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্যস্থিতিশীল

ঝালকঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় প্রধান উপ-সচিব আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছোয়াইব, এনএসআই সহকারী পরিচালক আবদুল কাদের, চেম্বার অব কমার্স সভাপতি সালেউদ্দিন আহম্মেদ সালেক, ব্যবসায়াী শাহআলম শাহীনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবদিক বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা পণ্য পরিবহণে বিভিন্ন স্থানে চাঁদাবাজি রোধ, টিসিবিকে শক্তিশালীকরণ, সরকারের পক্ষে কঠোরভাবে বাজার মনিটরিং, এবং বিভিন্ন পণ্য সরবরাহের উপর গুরুত্ব দেন
অতিরিক্ত সচিব জানান বাণিজ্য মন্ত্রণালয়ের চিন্তা ভাবনার সাথে তৃণমূল পর্যায় বাজার পরিস্থিতি এবং করণিয় বিষয় অবহিত হওয়ার জন্যই এই আলোচনা সভার উদ্দেশ্য। পরে পৃথকভাবে অতিরিক্ত সচিব ঝালকাঠি চেন্বার অব কমার্স এবং ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন।
ছবি: ঝালকাঠিতে আলোচনা সভায় বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান বক্তব্য রাখেন।
বিডিনিউজ ইউরোপ/২৪ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ