• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
মদনপুরে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যন ও নিজ ছেলে গ্রেফতার ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

বোয়ালমারীতে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা, গ্রেফতার ৭

নয়ন ফকির (ফরিদপুর) সদর
আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

বোয়ালমারীতে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা, গ্রেফতার ৭

ফরিদপুরের বোয়ালমারীতে এক বৃদ্ধ খুনের জেরে বাড়িঘর ভাংচুর করে ক্ষতিসাধন, নগদ টাকা ও গবাদিপশু লুট করাসহ সহায়তা করার অপরাধে শুক্রবার সকালে বোয়ালমারী থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে শুক্রবার পুলিশ ৭ জনকে গ্রেফতার করে বিকেলে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এক বৃদ্ধ খুনের জেরে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই গ্রামের মানিক শেখের ছেলে ছরোয়ার শেখ বাদি হয়ে এজাহার নামীয় ৩০ জনসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করে শুক্রবার সকালে বোয়ালমারী থানায় দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধন) আইন ২০০১ এর ৪/৫ ধারায় মামলা করেন। ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ। মামলার এজাহার নামীয় ৭ আসামীকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আজিম মোল্যা (৩৩), আসাদ মোল্যা (৩৫), জাসুদ ফকির (৩০), আক্কেল মোল্যা (৪৫), সামচু মোল্যা (৩৮), শহিদুল মৃধা (৩৮), মিজানুর শেখ (৩৮)।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার ৭ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গত ১৭ মার্চ বুধবার রাতে পোয়াইল গ্রামের কৃষক আকমল শেখ (৬০) দোকানে বিড়ি কিনার জন্য বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। তাকে আহত অবস্থায় তার পরিবারের সদস্যরা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সেই হত্যাকে কেন্দ্র করে চতুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসমত গ্রুপের লোকজন প্রতিপক্ষ চতুল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. জামাল মাতুব্বরের সমর্থকদের বাড়িতে ১৮ মার্চ ভোরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও গরুসহ বাড়িঘরের মালামাল লুট করে নিয়ে যায়।
বিডিনিউজ ইউরোপ/১৯মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ