কক্সবাজারে ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জেলা প্রশাসনের
কক্সবাজার জেলা প্রশাসন সূর্যোদয়ের শুরুতেই ৩১বার তোপধ্বনি এবং ১০১ জন পথ শিশুদের কেক কেটে খাইয়ে দিয়ে ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করেছে।এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদিয়ে গৃহিত নানা কর্মসূচির শুভ সুচনা করা হয়। সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন শুরু হয়।সব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাস্ক পরেই বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পর্যটন মোটেল শৈবালে জেলা প্রশাসন আহুত এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির পেশার ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্হিতিতে কর্মসূচি আরো প্রাণবন্ত হয়ে উঠে।জেলা প্রশাসনের এ কর্মসূচির আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ।প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা ছাড়াও রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কয়েকজন বঙ্গবন্ধুর আত্নজীবনীর স্মৃতিচারণ করেন।দুপুরে পথশিশুদের মধ্যাহ্ন ভোজ দেয়া হয় এবং বিকেলে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।এদিকে জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন সপ্তাহব্যাপি নানা কর্মসূচিও গ্রহণ করেছেন।
বিডিনিউজ ইউরোপ/১৮মার্চ/জ ইসলাম