ফরিদপুরের সালথায় ইউএনও এসি ল্যান্ডের তৎপরতায় ৯৫ শতক খাস জমি উদ্ধার
ফরিদপুরের সালথায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি এর তৎপরতায় ৩০ বছর পর প্রায় এক একর (৯৫ শতক) সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে দেশব্যাপী খাশ জমি দখল মুক্তকরন অভিযান শুরু হয়েছে, তারই অংশ হিসেবে শুক্রবার (৫ই মার্চ) সকাল থেকে উপজেলার সোনাপুর ইউনিয়নে সোনাপুর মৌজার ৬৬০ নং খতিয়ানের এই জমিটি অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়। জমিটি স্থানীয় মুন্নু মেম্বার নামে এক ব্যাক্তি ভোগ দখল করে আসছিলেন।
অভিযান পরিচালনা করেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা তুরাপ হোসেন, সার্ভেয়ার মোঃ হারুন আর রশিদ, তহশিলদার আনোয়ার হোসেন, সালথা থানা পুলিশের এসআই মোজাম্মেল হোসেন, সালথা ফায়ার স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান, ইউএনও অফিসের অফিস সহকারী মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, দীর্ঘ দিন পর সরকারি খাস জমিটি অবৈধ দখলমুক্ত করা হল।
এখানে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে দেওয়া হবে। সরকারী খাস জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিডিনিউজইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/৫ মার্চ/ জ ইসলাম