• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

কালেক্টরেটের কলঙ্ক গ্রেফতার তহসিলদার জয়নালের দৃষ্টান্তের শাস্তি চায় ফরিয়াদীরা

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

কালেক্টরেটের কলঙ্ক গ্রেফতার তহসিলদার জয়নালের দৃষ্টান্তের শাস্তি চায় ফরিয়াদীরা

দ্বীপাঙ্চলীয় উপজেলা মহেশখালীর কালারমারছড়া ভূমি অফিসের সহকারী ভুমিকর্মকর্তা (তহসিলদার)জয়নাল আবেদিন দুদকের হাতে গ্রেফতার হওয়ার খবরে পুরো মহেশখালী জুড়ে খুশির বন্যা বইছে।তার এমন পরিনতির ঘটনায় অতি উৎসাহিদের কেউ কেউ পাড়া মহল্লায় মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। আবার তার কাছে ভূমি সংক্রান্ত কাজে গিয়ে হয়রানী ও নাজেহালের শিকার ভূক্তভোগীরাও নফল নামাজ পড়ে আল্লাহর কাছে এই দূর্নীতিবাজ তহসিলদারের যথোপযুক্ত শাস্তি কামনা করেছে।আজ ২১ জানুয়ারি দুপুরের পর থেকে তার গ্রেফতারের খবরটি ছিল পুরো মহেশখালী উপজেলায় টক অব দ্যা আইল্যান্ড।মূহুর্তেই একান দু,কান করে ছড়িয়ে যায় মহেশখালীর প্রতিটি পরিবার ও জনপদে।খবর শোনা মাত্রই দূ,হাত তুলে অনেকেই শুকরিয়া করতে দেখা গেছে।শুধুই মহেশখালী নয় কক্সবাজার শহরেও বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে বিতর্কিত এই তহসিলদারের আটকের খবরটি।সদরে অবস্হানরত মহেশখালীর ভূক্তভোগীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।এ যেন আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতো। এ খুশিতে মাতোয়ারা তহসিলদার জয়নালের হয়রানী ও প্রতারণার অজস্র ভুক্তভোগীরা।দেরি না করে তাই তারা অভাগ্যত সুধিজন,বন্ধুবর ও স্বজনদের মিষ্টিমুখ করিয়ে খুশির আনন্দ বিলিয়েছেন সবখানে।শহরের বিভিন্ন পয়েন্টে এবং জেলা প্রশাসনের আশেপাশে এমন মিষ্টিমুখ করাতে দেখাগেছে।কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যাস্হের কিছু আগে মিষ্টিমুখের আপ্যায়িত হয়েছেন শতশত জনগন।

এসময় ইলেক্ট্রনিক গণমাধ্যমে ভুক্তভোগীদের কয়েকজন আনন্দের অবিভক্তি প্রকাশ করে বলেছে তহসিলদার জয়নাল আপাদমস্তক দূর্নীতির আইকন।স্বপরিবারে বসবাসরত ভূমি মালিকদেরও তিনি ফান্দেঁ ফেলেছেন।অজস্র ভূয়া নামজারি ও সৃজিত খতিয়ান এবং এর বিপরীতে দাখিলা দিয়ে কোটি কোটি টাকা অসৎপথে আয় করেছেন।প্রভাবশালীদের কাছে তেমনটা না পারলেও গরীব ভূমির মালিকরা ছিল তার অনিয়ম-দূর্নীতির যাতাকলে পিষ্ট।তহসিলদার জয়নাল দীর্ঘ ১ যুগধরে ঘুরেফিরে মহেশখালী চাকরির সুবাদে এমনটি করতে পেরেছে বলে জানান ভূক্তভোগীরা।তাকে এমন পদায়নে কারা কলকাঠি নেড়েছে তাদেরও খুঁজে বেরকরে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছে তারা।খোজঁনিয়ে জানাগেছে, তার এসব বেহিসাবি কারবারের অনুঘটক তারই ভাগিনা আজিজ।জয়নালের গ্রেফতারের খবর শুনে সেইও এখন নিজেকে রক্ষায় নিরাপদ দুরত্বে সরে গেছে।ভুক্তভোগীদের একজন মোঃ হোসেন জানান,তার প্রতিবন্ধী ভাইয়ের ওয়ারিশি জমিও এই জয়নাল মোটা অংক ঘুষনিয়ে আরেকজনকে খতিয়ান করে দিয়েছেন।একারণে মামলা জটিলতায় প্রতিবন্ধী ভাইয়ের অনেক টাকা নষ্ট হয়েছে।তার পরিবার এখন দারুন সীমাহীন অর্থকষ্টে দিনাতিপাত করছেন।তিনি মনে করেন প্রতিবন্ধী ভাইয়ের তহসিলদার জয়নালের এমন দূর্নীতি আল্লাহর আরশ কেপেঁছে বলেই তাকে এমন পরিণতিতে দাড়ঁ করিয়েছে।এছাড়াও একই অভিভক্তি প্রকাশ করে তহসিলদার জয়নালের সমুচিত শাস্তি দাবি জানিয়ে তার নানা অনিয়ম ও বিধিবহির্ভূত কর্মকাণ্ড স্ববিস্তারে বর্নণা করেছেন কালারমারছড়ার আবদুল হকের পুত্র সাইফুল হক একই এলাকার মাহবুল আলম ও বাদশা মিয়া।তারা অবৈধভাবে উপার্জিত কোটি কোটি টাকা এবং স্বনামে বেনামে বিপুল সম্পদ উদ্বার ও তার ব্যাংক একাউন্ট জব্দের দাবি জানিয়ে বলেছেন তহসিলদার জয়নাল দূর্নীতির আইডল।তাকে সাইজ করা না গেলে অধিগ্রহণ ও ভূমি ব্যবস্হাপনা কলঙ্ক মুক্ত হবে না।
বিডিনিউজ ইউরোপ /২১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ