কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সমাবেশ ও মানববন্ধন,
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটো পাস স্বীকার না করায় তাদের চার দফা দাবি.
১.কোন ভাবেই 1 বছর লস মানি না।
২.১ম,২য়,৩য়,৫ম,ও৭ম বর্ষের ক্লাস চালু করে শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিতে হবে।
৩.সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করা এবং প্রাইভেট পলিটেকনিক্যাল এর সেমিস্টার ফি অর্ধেক করা।
৪.২০২১ সালের মধ্যে ডুয়েট সহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।
মানববন্ধন চলাকালে তারা আরো বলে,
তাদের চার দফা দাবি যদি মেনে না নেওয়া হয় তাদের আন্দোলন অব্যাহত থাকবে,এই বলে তারা তাদের কঠোর হুঁশিয়ারি দেন।
বিডিনিউজ 24 ইউরোপকে ৪ দফার কথা নিচ্ছিত করেন আন্দোলনরত শিক্ষাথীরা।
বিডিনিউজ ইউরোপ /১৭ জানুয়ারি / জই