কক্সবাজারে নাপিতখালী বিটের বেহাত ২ একর বনজমি দখলমুক্ত
নাপিতখালী বিট নিয়ন্ত্রিত পাঁচ গাছতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা ২ একর বনজমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বনবিভাগ। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা তৌহিদুল ইসলামের নির্দেশে ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিট ও নাপিত খালি বিটের বনকর্মীরা এ অভিযান চালায়।বন বিভাগ জানায়,অবৈধ দখলদাররা সেখানে নানা অবৈধ স্হাপনা উঠানোর গোপন সংবাদ পেয়ে যৌথ অভিযানের মাধ্যমে বনভূমি দখলমুক্ত করা হয়।ইতিপূর্বেও বিটাঙ্চলের বিভিন্ন স্হানে দখলদার উচ্ছেদে বন বিভাগ সফল হয়।সরকারি বনজমি দখলমুক্ত করার এ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে স্হানীয় সচেতন মহলও।ঐ দিনের অভিযানে ফুলছড়ি বিটকর্মকর্তা আকরাম আলী ,নাপিতখালী বিটকর্মকর্তা মোখলেছুর রহমান ও সহকারী বিটকর্মকর্তা জয়ন্ত কুমার রায় এ যৌথ অভিযান তত্ত্বাবধান করেন।ফুলছড়ি রেঞ্জ কতৃপর্ক্ষ জানান,রেঞ্জের বিভিন্ন বিটের বনজমি দখলদারদের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্হা নেয়া হবে।
বিডিনিউজ ইউরোপ /২৬ ডিসেম্বর / জই