টাঙ্গাইল পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জনতার মেয়র মিরন
টাঙ্গাইল আসন্ন পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র ফরম ক্রয় করলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র জামিলুর রহমান মিরন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে ২২ ডিসেম্বর মঙ্গলবার দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন কয়েকবারের
নির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য সুধীজন। টাঙ্গাইল পৌরসভার নির্বাচন আগামী ৩০ই জানুয়ারী অনুষ্টিত হবে। ৩১শে ডিসেম্বর পৌর নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ। তৃতীয় দফার ৬৪টি পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রার্থীর জন্য দলীয় নমিনেশন ফরম বিতরণ শুরু করেছে গত ২০শে ডিসেম্বর থেকে। দলীয় নমিনেশন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র জামিলুর রহমান মিরন তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন যে, আসন্ন পৌর নির্বাচনে তিনি দলীয় প্রতীক নৌকা পাবেন বলে শতভাগ বিশ্বাসী। তিনি বলেন আমি সবসময় দলীয় শৃঙ্খলার ভিতর থেকে কাজ করেছি। আমার উপর অর্পিত দায়িত্ব ও প্রত্যেকটি কর্মসূচী নিষ্ঠার সাথে পালন করেছি। টাঙ্গাইল পৌরসভার কয়েকবারের নির্বাচিত মেয়র হিসেবে পৌরবাসীর আত্মার আত্মীয় হয়ে দায়িত্ব পালন করেছি। সারাজীবন ধরে রাজনীতি করছি। ছাত্র রাজনীতি করছি, রাজনীতির কারনে পুলিশের মার খেয়েছি জেল খেটেছি এক কথায় অনেক নির্যাতন সহ্য করেছি। নির্যাতন সহ্য করতে করতে আজকের এ পর্যায়ে এসে দায়িত্ব পালন করছি। অনেক প্রতিকুল ও ষড়যন্ত্রের মধ্যে আমরাই সকলের ভালবাসা নিয়ে পৌরসভার সকল মানুষের পাশে থেকেছি। বিশেষকরে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর শুরু থেকে অদ্যাবধি দলীয় ও সরকারী নির্দেশনা মোতাবেক পৌরসভার কর্মহীন মানুষের মাঝে সরাসরি ও হটলাইনের মাধ্যেমে খাদ্য সহায়তা প্রদান করেছি। সেইসাথে পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেছি। তাই আমার বিশ্বাস, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে পৌর বাসির সেবা করার সুযোগ করে দিবেন।
বিডিনিউজ ইউরোপ /২২ ডিসেম্বর / জই