লালমোহন মিডিয়া ক্লাবের নতুন সদস্যপদ পেলেন ১০ গণমাধ্যমকর্মী
লালমোহন মিডিয়া ক্লাবের নতুন সদস্যপদ পেলেন প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ # স্টাফ রিপোর্টার-দৈনিক মাতৃজগত , মিজান পাটোয়ারী # লালমোহন প্রতিনিধি- ভোলার কণ্ঠ ডটকম, নার্গিস ইসলাম # লালমোহন প্রতিনিধি- ইউরো বাংলা টাইমস , ইয়াসিন সিরাজী # লালমোহন প্রতিনিধি- দৈনিক ভোরের ডাক, এমরান হাসান আলীম # লালমোহন প্রতিনিধি- দৈনিক মাতৃজগত, এম ইউ মাহিম # সিনিয়র রিপোর্টার- ভোলার কণ্ঠ ডটকম , ইব্রাহিম আকাশ# ভোলা প্রতিনিধি- ডেইলি টাইমস বাংলাদেশ , মোহাম্মদ শরীফ # লালমোহন পৌরসভা প্রতিনিধি- ভোলার কণ্ঠ ডটকম, এনামুল হক রিপন # লালমোহন প্রতিনিধি- দৈনিক ন্যায়-অন্যায় ও প্রভাষক আনোয়ার হোসেন # লালমোহন প্রতিনিধি- দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ।
গতকাল ১৩ ডিসেম্বর ২০২০ সন্ধ্যায় লালমোহন থানার বিপরীতে অবস্থিত লালমোহন মিডিয়া ক্লাবের নিজস্ব কার্যালয়ে, মিডিয়া ক্লাব সভাপতি ও নতুন সদস্য নির্বাচন সংক্রান্ত জুরী বোর্ডের চেয়ারম্যান কবি রিপন শানের নেতৃত্বাধীন ৫ সদস্য বিশিষ্ট জুরী বোর্ড আবেদনকারী ৪১ জন ব্যক্তির আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র চুলচেরা বিশ্লেষণ করে উপরিউক্ত ১০ জন গণমাধ্যমকর্মীকে লালমোহন মিডিয়া ক্লাবের ভোটাধিকার সহ সাধারণ সদস্যপদ প্রদান করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালাম সেন্টু, অনুষ্ঠান সম্পাদক শাহীন কুতুব, লালমোহন মিডিয়া ক্লাবের সাবেক সহ-সভাপতি রাশেদ হেলালী নির্বাহী সদস্য প্রভাষক মোহাম্মদ হারুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
পাঁচ সদস্য বিশিষ্ট জুরী বোর্ডের সদস্যগণ ছিলেন- লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রিপন শান ( প্রধান জুরী ), সহ-সভাপতি প্রভাষক তারেকুল ইসলাম খালেক, সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার, দপ্তর সম্পাদক জাকির হোসেন জুয়েল ও প্রচার সম্পাদক জসিম মাতাব্বর ।
এদিকে, দ্বীপজেলা ভোলার লালমোহনের সাড়াজাগানো গণমাধ্যম সঙগঠন, আন্তর্জাতিক বন্ধুত্বের স্বীকৃতিপ্রাপ্ত সামাজিক সংগঠন লালমোহন মিডিয়া ক্লাবের সৌভাগ্যবান নতুন ১০ জন সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ মিডিয়া ক্লাব ইন অস্ট্রিয়ার চেয়ারম্যান এবং লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুবুর রহমান,গ্রীসের এথেন্স থেকে প্রকাশিত বিডিনিউজ ইউরোপ এর সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম এবং ইউরো সমাচার-ইউরো বাংলা টাইমস-বিডিনিউজ ইউরোপ পরিবার ।
বিডিনিউজ ইউরোপ/১৪ ডিসেম্বর / জই