• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

আগামী কাল ১০ ডিসেম্বর ধনবাড়ী হানাদার মুক্ত দিবস

জহিরুল ইসলাম মিলন( টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

আগামী কাল ১০ ডিসেম্বর ধনবাড়ী হানাদার মুক্ত দিবস

-আগামী কাল ১০ ডিসেম্বর ধনবাড়ী মুক্ত দিবস
ধনবাড়ী (টাঙ্গাইল) আগামী কাল ১০ ডিসেম্বর ধনবাড়ী-মধুপুর তথা উত্তর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা এই দিনে বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে হটিয়ে উত্তর টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল, কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেন এবং ৭১ এর ১০ ডিসেম্বর আমাদের দামাল ছেলেরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে এ অঞ্চলে উত্তোলন করেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা।
১৯৭১ সালের মার্চ মাসের শুরুতেই টাঙ্গাইলে গঠন করা হয় স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ। ২৬ মার্চ থেকে গ্রামে গ্রামে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে সংগঠিত হয় আমাদের দামাল ছেলেরা। ৩ এপ্রিল প্রথম পাক-হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের অবরোধ ভেঙ্গে টাঙ্গাইল শহরে প্রবেশ করে। এদিকে ১০ ডিসেম্বর প্রথম প্রহরে স্থানীয় মুক্তিযোদ্ধারা মধুপুরের পাক-হানাদার বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাক-
সেনাসহ ৩ শত রাজাকার আলবদরকে গ্রেফতার করে ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মুক্তি বাহিনীর দখলে আসে বিপুল অস্ত্র। ফলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুহূর্তে হানাদার বাহিনী ও তার দোসরদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙ্গে যায় এবং তারা ঢাকার উদ্দেশ্যে পিছু হটতে বাধ্য হয়। এভাবেই শত্রুু মুক্ত হয় উত্তর টাঙ্গাইলে ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত।
এ দিকে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফিন ও সাবেক কমান্ডার মোঃ আনোয়ার হোসেন কালু বলেন- উপজেলা প্রশাসনের সাথে একাগ্রতা প্রকাশ করে, দিবসটি পালন উপলক্ষে আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ধনবাড়ীতে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সার্ভিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ প্রমখ।
বিডিনিউজ ইউরোপ /৯ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ