• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

উখিয়ার মনখালীতে রোহিঙ্গা মোস্তাফিজের পাহাড়ের মাটিবিক্রির অভিযোগে অবৈধ ঘর নির্মাণে নিষেধাজ্ঞা

জুবাইরুল ইসলাম জুয়েল উখিয়া ( কক্সবাজার)
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

উখিয়া-মনখালীতে রোহিঙ্গা মোস্তাফিজের বাড়ি থেকে, পাহাড়ের মাটিবিক্রির অভিযোগে ঘর নির্মাণে নিষেধাজ্ঞা

উখিয়া জালিয়াপাং ইউনিয়নের মনখালী কুনার পাড়া সরকারি বনভূমির মাটি বিক্রির অভিযোগে সরজমিনে মনখালী বিট অফিসের অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যরা

শনিবার (১৪ নভেম্বর) দুপুরবেলা মনখালী বিট অফিসার মনজুর আলমসহ তার সহকর্মী কাচিংয়ের নেতৃত্বে মনখালী কুনার পাড়া রোহিঙ্গা মোস্তাফিজের মাটি কাটা বনভূমিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও সেক্রেটারিসহ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। বিট অফিসের কর্মকর্তারা এসময় মাটি কাটতে কৌশলে কালো পলিথিনের বেড়া দেয়া ঘেরা ভেঙে দেয়া হয়।পরবর্তীতে মাটি পাচার ও বনভূমিতে বাড়ি নির্মাণে বিরত থাকতে কড়াকড়িভাবে হুশিয়ারি করেন,বন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিট অফিসার।

বিট কর্মকর্তা মনজুর আলম বলেন,” বন বিভাগের লোক-চোখের অন্তরালে রাতে চুরি করে মাটি পাচার করা হয়েছে এখন জানার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।ভবিষ্যতে মাটি বিক্রি ও ঘর বাঁধতে দেয়া হবে না জানিয়েছেন তিনি পুনরায় তা করলে বন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান বিট অফিসার।

বিডিনিউজইউরোপ /১৪ নভেম্বর/ জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ