• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ঝালকাঠিতে ঠাকুরগাঁও থেকে আসা তাবলীগ জামায়াতের ১৪ জন হাসপাতালে

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১

ঝালকাঠিতে ঠাকুরগাঁও থেকে আসা তাবলীগ জামায়াতের ১৪ জন হাসপাতালে।

ঠাকুরগঁাও থেকে ঝালকাঠিতে আসা তাবলীগ জামায়েতের ২০জন রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন এবং রবিবার সকালে তাদের মধ্যে ১৪ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এরা ঠাকুরগাও থেকে ঝালকাঠি এসে সদর উপজেলা মসজিদে এরা অবস্থান করছিল। এদিন রাতে তারা খাবার খেয়ে মসজিদে ঘুমিয়ে পড়ে। দিবাগত রাত দু’টার পর থেকে মধ্যে বমি ও মাথা ঘুরানো অসুস্থতা দেখা দেয়। সকালে তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়। অসুস্থ থাকা আংশিক জামায়াত জানান, মাগরিবের নামাজের পরে তাদের খাবার মসজিদের বারান্দায় রেখে তারা ১ ঘন্টা ওয়াজ নছিয়ত করছিলেন। এই সময় কোন চক্র তাদের টাকা পয়সা লুটে নেওয়ার জন্য খাবারে নেশা জাতীয় কোন দ্রব্য মিশিয়ে রেখেছিল। রাত ৩টায় কয়েকজন এসে মসজিদের দরজা খোলার জন্য ধা্ক্কা-ধাক্কি করছিল তবে তাদের দলনেতা দরজা না খোলার জন্য সকলকে সতর্ক করে দেন। ঝালকাঠি সদর আবাসিক চিকিৎসক ডা: জাফর আলী দেওয়ান জানান, খাবারে নেশা জাতীয় দ্রব্য থাকার কারণে এদের মধ্যে খাবার খেয়ে বিষক্রিয়ার সৃষ্টির কারণে এরা অসুস্থ হয়েছেন এবং হাসপাতাল কতর্ৃপক্ষ অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। যে ১৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন, নুরুল ইসলাম (২৮),আনসারুল (৬২), আলমগীর (৩২),সামসুল হক (৬০), আ: মালেক (৫৫), জাহাঙ্গীর হোসেন (৫৮), হাসান আবদুল্লাহ (১৮), মারজু আলম (২৫), বাবুল হোসেন (৫১), বদরুজ্জামান কামাল (৬১), হাসান (২৫), সুলতান আলী (৫০), রফিকুল (৩৫)ও আবদুল্লাহ (৩৬)।

বিডিনিউজইউটুয়েন্টিফোরডটকম/১৪মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ