• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৪১জন ইউপি সচিবকে একযোগে বদলির- আদেশ স্পেনের বালিয়ারিক থেকে ৬৪১ অনিয়মিত অভিবাসী উদ্ধার বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে লাখ লাখ মানুষের ঢল ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ অত্যাশ্চর্য প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ট্রাম্প চীনের নভোচারীরা মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন ইসরায়েলের গোপন নথি চুরি : নেতানিয়াহুর সহকারীসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও উন্নয়নে নতুন উদ্যোগ ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে ৩০ হাজারের বেশি অভিবাসী ভোলার চরফ্যাশনে বজ্রপাত ও পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর দুদকের মামলায় কারাগারে

এন আলম আজাদ( ককসবাজার) টেকনাফ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর দুদকের মামলায় কারাগারে

দুর্নীতি দমন কমিশন দুদক অবৈধভাবে সম্পদ অর্জন করে তা গোপনীয় রাখার অপরাধের মামলায় কক্সবাজার জেলা টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আহমদকে কারাগারে পাঠিয়েছে আদালত।তিনি রেঙ্গুরবিল এলাকার সোলতান আহমদের পুত্র।

বৃহস্পতিবার ২১ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল হাকিম আদালত এ নির্দেশ দেন।দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন আর ৪ কোটি ৯০ লাখ ৭৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার মামলা দায়ের করেছিল দুদক।

ঐ মামলায় বিবাদী জামিন চাইলে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চআদালত। বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক সূত্রে জানা যায়, টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহমদ ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ১০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন এবং একজন জনপ্রতিনিধি হিসেবে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ১২৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক (বর্তমান সহকারী পরিচালক) মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২০১৯ সালে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।সেই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ ইউরোপ /২১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ