বরিশালে ভাসানী পাঠাগারের উদ্যোগে দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ
আজ ১৫ জানুয়ারি (শুক্রবার) বরিশালে মওলানা ভাসানী পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মাঝে দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ করা হয়। সকাল ১০ টায় নগরীর ফকির বাড়ী রোডের ভূঁইয়া ভবনের তৃতীয় তলায় দ্বিতীয় বারের মতো এই শীতবস্ত্র বিতরণ করেন পাঠাগারের সংগঠকরা। এর আগে গত ২৫ ডিসেম্বর ২০২০ তারিখে প্রথম দফায় মওলানা ভাসানী পাঠাগারের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
বিতরণের পূর্বে উপস্থিত সকলের উদ্দেশ্যে মওলানা ভাসানী পাঠাগারের প্রধান সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নিলু বলেন, “শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ আমাদের কাজ নয়। এই কাজ কোনো ব্যক্তি মানুষ বা সংগঠনের কাজ না। এই কাজটা রাষ্ট্রের। সকল নাগরিকের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে এটাই রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র সেই জায়গায় ব্যর্থ হয়েছে। তাই বঞ্চিত হিসেবে নিজেদের অধিকার আদায়ের জন্যে লড়াই করতে হবে। নিজেদের ন্যায় অধিকার রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে৷
নিলু আরো বলেন, মজলুম জনগণের অধিকার আদায়ে লড়াইয়ের বিকল্প কিছু নেই। তাই এই অধিকার আদায়ের মিছিলে নিজেদের সামিল করতে হবে।”
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঠাগারের সদস্য আরিফুর রহমান মিরাজ, মারুফ আহমেদ, রাইদুল ইসলাম সাকিব এবং জামান কবির।
বিডিনিউজ ইউরোপ /১৫ জানুয়ারি / জই