কক্সবাজারের তুলা বাগানে স্হাপনা গুড়িয়ে ২ একর বনজমি উদ্ধার
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জের তুলা বাগানে জবরদখল কৃত ২ একর বনজমি অবৈধ স্হাপনা গুড়িয়ে দিয়ে ঐ জমি উদ্বার করা হয়েছে।গত ১২ জানুয়ারি বিকেলের দিকে সংশ্লিষ্ট রেঞ্জ ও বিটের বনকর্মীরা অভিযান চালিয়ে এ পরিমান বনভূমি উদ্বার করেন।
উদ্বারকৃত বনজমিতে অবৈধ স্হাপনা নির্মাণে অভিযুক্ত মোঃ আজিজ পিতা অঙ্গাতকেও গ্রেফতার করা হয়েছে বলে বনবিভাগ জানায়।তার বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।
পানের ছড়া রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর একই রেঞ্জের ফরেষ্টর সোহেল রানা, পানের ছড়া বিট কর্মকর্তা ফসিউল আলম শুভ ও খুনিয়াপালং বিট কর্মকর্তা বিকাশ দাশ উচ্ছেদ অভিযান তত্বাবধান করেন।
বন কতৃপর্ক্ষ জানায় বনজমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।তবে এক্ষেত্রে স্হানীয় জনসাধারণকে বনজমি দখলের ব্যাপারে খবর দিয়ে বনবিভাগকে সহযোগীতা করার আহবান জানানো হয়েছে। রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর বলেন,সরকারি সম্পক্তি বেদখলকারি যতই শক্তিশালী হউক বনআইন প্রয়োগ করে তাদের উচিৎ শিক্ষা দেওয়া হবে।
দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক আবদুল্লাহ আল মামুন জানান,বিভাগীয় বনকর্মকর্তা হুমায়ুন কবির স্যারের নির্দেশে বনভূমি বেদখল মুক্ত ও কাঠপাচার দমন এবং বনজ সম্পদ রক্ষায় বনকর্মীরা নিরলস পরিশ্রম করছেন।শিগ্রীই বেহাত হওয়া বনজমির পুরোটাই উদ্বারে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
বিডিনিউজ ইউরোপ /১৩ জানুয়ারি / জই