কোটচাঁদপুরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন
আজ ৩ জানুয়ারি (রবিবার) ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার আল জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করে ‘স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’ নামক একটি সংগঠন।
সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
এসময় বিভিন্ন বয়সী প্রায় ৬০-৭০ জন মানুষ তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করান।
রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদান কমিটির সাধারণ সম্পাদক মাসুদ আল হাসান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অর্থ-সম্পাদক রিয়াজ হোসেনসহ আরো অনেকে।
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের সদস্যদের এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়ে রিয়াজ হোসেন বলেন, আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তারা এই সমাজের দর্পন। বর্তমানে মানুষ যখন মানবিকতা হারিয়ে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে ঠিক এমন সময় কোটচাঁদপুর উপজেলার এই তরুনরা মানুষের সেবায় এগিয়ে এসেছে তাদের সামাজিক কার্যক্রমের মাধ্যমে যা সমাজকে আশার আলো দেখায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। প্রতিষ্ঠা করবে সুষ্ঠু গণতান্ত্রিক ধারার বাংলাদেশ।
বার্তা প্রেরক:
রিয়ন
সদস্য, স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন
কোটচাঁদপুন ঝিনাইদহ।
বিডিনিউজ ইউরোপ /৪ জানুয়ারি / জই