জার্মানিতে দুই ইউক্রেনের সৈন্য আতাতিয়ার হাতে নিহত সন্দেহে রুশ নাগরিক আটক৷জার্মানির বাভারিয়া রাজ্যে শনিবার সন্ধ্যায় ইউক্রেনের দুই ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হন৷ এই ঘটনায় জড়িত সন্দেহে এক রুশ নাগরিককে আটক করা হয়েছে৷জার্মানিতে ইউক্রেনের দূতাবাস বলছে, নিহত দুজনের বয়স ২৩ ও ৩৬৷ তারা ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য৷ পুনর্বাসনের জন্য তারা জার্মানিতে বাস করছিলেন৷ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে জার্মানিতে থাকা ইউক্রেনীয় কূটনীতিকদের পরামর্শ দিয়েছেন৷বাভারিয়া রাজ্যের মুরনাউ এলাকায় ঘটনাটি ঘটেছে৷ সেখানকার পুলিশ প্রধান রোববার জানান, ঘটনার কারণ জানার চেষ্টা চলছে৷
এদিকে বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে আগে একসঙ্গে দেখা গেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন৷ এছাড়া তারা সবাই অ্যালকোহলে আসক্ত ছিলেন বলেও জানা গেছে৷ ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধ করেছেন তিনি৷
শনিবার সন্ধ্যায় একটি শপিং সেন্টারের কাছে মারাত্মকভাবে আহত দুই ব্যক্তির পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়৷ ৩৬ বছর বয়সি ব্যক্তিটি তখনই মৃত ছিলেন বলে স্থানীয় পুলিশ বলছে৷ আর ২৩ বছর বয়সি ব্যক্তিটি পরে রাতে হাসপাতালে মারা যান৷
এরপর ৫৭ বছর বয়সি এক রুশ নাগরিককে হামলায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়৷
সূত্র-ডি ডাব্লিউ,রইটার্স