প্রায় দশ বছর পর বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সবশেষ ২০১৪ সালে দুই টেস্ট, দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলে গিয়েছে তারা।এরপর ভিন্ন ভিন্ন সংস্করণের জন্য বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছে লঙ্কানরা। তবে গত ১০ বছরে কোনো সফরেই একসঙ্গে তিন সংস্করণে খেলেনি তারা।
এজন্য বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দেরও কয়েকজন সিলেটে যাওয়ার কথা বৃহস্পতিবার। শনিবার বিপিএলের ফাইনাল যারা খেলছেন তারা সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন পরে।সিলেটে সিরিজ শেষে চট্টগ্রামে যাবে দুই দল। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেট যাবে দুই দল। পরের টেস্ট হবে চট্টগ্রামে।
bdnewseu/1march/ZI/cricket