পবিত্র মাহে রমজান উপলক্ষে এথেন্সের দারুসসানা এলাকায় গ্রিসে বসবাসরত চট্টগ্রামের শীতাকূন্ড বাসীদের নিয়ে গঠিত সংগঠন “সীতাকুণ্ড সমিতির” উদ্যোগে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নূপুর দে’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সাগরের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই সংগঠনের দপ্তর সম্পাদক প্রফেসর মঈনুল ইসলাম জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা বেলায়েত হোসেন জাকারিয়া,আরো উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সপ্তম সাধারণ নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক টিটু, সহ বিপুলসংখ্যক শীতাকূন্ড সমিতির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা।
উক্ত অনুষ্ঠানে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও বাংলাদেশ সহ সারা বিশ্বের রহমত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ কে সীতাকুন্ড সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জসীমউদ্দীন তাঁর বক্তব্যে উল্লেখ করেন অবহেলিত প্রবাসী বাংলাদেশীদের সকল সমস্যা সমাধানের জন্য তিনি ও তার পরিষদ সর্বদা সচেষ্ট থাকবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেছেন।
পরিশেষে সংগঠনের সভাপতি নূপুর দে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সাগর সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম ঈদ মোবারক জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯এপ্রিল/জই