বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্রিসের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এথেন্সে
বাংলাদেশীদের কেন্দ্রীয় মসজিদ আল জাব্বারে প্রায় সাতশতাধিক লোকের উপস্থিতিতে এই ইফতার পার্টির ও দোয়ার আয়োজন করা হয়। ইফতারে আল জব্বার মসজিদের মুফতি আবু বক্কর সিদ্দিকীর মোনাজাতের মাধ্যমে বিশ্বের সকল মুসলিম উম্মাহর কল্যাণ ও মানবজাতির সমৃদ্ধি সহ ঢাকা পরিষদের সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। উক্ত ইফতার মাহফিলে নব নির্বাচিত সভাপতি ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন দেওয়ান , সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক তরুণ প্রজন্মের মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব এইচএম জাহিদুল ইসলাম সহ উক্ত প্যানেলের সকল নেতৃবৃন্দ এবং গ্রীসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ,আঞ্চলিক সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশিষ্ট শিল্পপতি ঢাকা পরিষদের প্রধান উপদেষ্টা ইদ্রিস আলী আজিজের তত্ত্বাবধানে হাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত বাংলাদেশ কমিউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকার কৃতি সন্তান জিয়াউর রহমান মনির, সহসভাপতি এস আলম নীপু, মুন্সীগঞ্জ জেলার সভাপতি শাহাবুদ্দিন মোল্লা নরসিংদী জেলার সভাপতি মিজানুর রহমান, কাউসার সবুজ মুরাদসহ আরো অনেকে।
ইফতার শেষে এথেন্সের তিতাস বাংলা রেস্টুরেন্টে নবনির্বাচিত বাংলাদেশ কমিউনিটির সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন ও সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক এইচএম জাহিদুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন এবং সংবর্ধনার মাধ্যমে বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্ৰিসের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত সকলের মধ্যে বেশ উজ্জীবিত ভাব ও উৎফুল্লতা লক্ষ্য করা গেছে।
নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান ,সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের পাশে থাকার জন্য। বক্তব্য শেষে নেতৃবৃন্দ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দেন। প্রধান উপদেষ্টা সবশেষে সবাই কে সাথে নিয়ে নবনির্বাচিত কমিটিকে কাজ করার আহ্বান জানিয়ে ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯এপ্রিল/জই