• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভিয়েনা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত – চ্যান্সেলর কার্ল সমুদ্রে উদ্ধার কাজ অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করে না: ফ্রন্টেক্স প্রধান ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা দেশজুড়ে ছাত্র- জনতার ‘শহীদী মার্চ’ ভোলায় র‍্যালি নারী ও শিশুসহ আটককৃত নিরাপরাধ “বম” দের মুক্তি দাবি দেশের ৫৫ নাগরিকের সেনা নিরাপত্তায় গাজীপুরে পোশাক কারখানা চালু দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ বাকী চার কমিশনারের পদত্যাগ দেশের বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছে জাপান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার বৈষম্য বিরোধী ও ছাত্র-জনতার গণ আন্দোলনে এখন পর্যন্ত ৮০০ শহীদের নাম পাওয়া গেছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন:বিএনপির নিন্দা

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিএনপির নিন্দা।বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের নিন্দা জানিয়েছে বিএনপি। গত শনিবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তিনি সুস্থ রাজনীতিতে ফিরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, “জনগণকে বিভ্রান্ত করতে এবং বিরোধী দলের নেতাকর্মীদের হতাশাগ্রস্ত করতে সরকারের নির্দেশে অভিযোগ গঠন করা হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরানোর জন্য ১/১১ থেকে একটি পরিকল্পনা কাজ করছে, যা এখনো চলছে।”

তিনি বলেন, “সেই পদক্ষেপের অংশ হিসেবে, গত সংসদ নির্বাচনের ঠিক আগে ২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছিলো। একইভাবে আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীকে একতরফাভাবে শাস্তি দিতে সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।”

বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে,
মির্জা ফখরুল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে এমন সময়ে অভিযোগ গঠন করা হয়েছে, যখন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্মম দমন-পীড়ন, হত্যা ও গ্রেফতার করেও শক্তিশালী আন্দোলন বানচাল করতে ব্যর্থ হচ্ছে। এর অর্থ হলো, নেতা-কর্মী ও জনগণের মনোবল নষ্ট করতে সরকারের নির্দেশে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তারেক ও জুবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।”

মির্জা ফখরুল দাবি করেন, এক/এগারো শাসনামলে যেসব অভিযোগের ভিত্তিতে মিথ্যা মামলা করা হয়েছিলো তা ‘ভিত্তিহীন ও বানোয়াট’। রাজনৈতিক প্রতিহিংসা থেকে, সরকারের নির্দেশে মামলার একতরফা রায় দেয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।বলেন, “সরকারের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। আমরা সরকারকে এই ষড়যন্ত্র পরিহার করে সুস্থ ও সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাই।”

গত ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা একটি দুর্নীতির মামলায় ১৩ এপ্রিল ঢাকার একটি আদালত তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমানের অনুপস্থিতিতে অভিযোগ গঠন করে। মির্জা ফখরুল অভিযোগ করেন, “বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৬ বছর আগে ‘মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগে মামলাটি করে দুদক। দুর্নীতি দমন কমিশন এখন বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে।”

তারেক রহমান ও জুবায়দা রহমানের বিরুদ্ধে কর পরিশোধিত সম্পদ নিয়ে কাল্পনিক অভিযোগ আনা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অভিযোগ করেন, “দুর্নীতি দমন কমিশন দেশে ব্যাপক দুর্নীতি দেখতে পাচ্ছে না। সরকারি পৃষ্ঠপোষকতায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও দলীয় মদদপুষ্ট ব্যবসায়ী ও আমলা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। দুদক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।”
তথ্যসূত্র: রইটার্স
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ