ভিয়েনায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।ইফতার ও দোয়ার মাহফিলে এই আঞ্চলিক সংগঠনটির সদস্য ও সদস্যা ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রবিবার (১৬ এপ্রিল) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক কবির আহমেদ। এখানে উল্লেখ্য যে,২০১৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি ভিয়েনায় অবস্থিত।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে
নিয়মিত ইফতার ও দোয়ার মাহফিল করে আসছে।
ইফতারের পূর্বে বায়তুল মামুর মসজিদ ১০ এর ইমাম ও খতিব শায়খ মুহিউদ্দিন মাসুম পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন। তারপর আমাদের জীবনে রমাদান মাসের গুরুত্ব সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, রমাদান মাস আমাদের জন্য পরহেযগারী বৃদ্ধি ছাড়াও আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করানোর এক সুবর্ণ সুযোগের মাস। পরে দোয়ায় তিনি
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সমৃদ্ধি ছাড়াও সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করেন।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতির এই ইফতার ও দোয়ার মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মহিলাসহ প্রায় সাড়ে তিন শতাধিকের ওপরে মুসল্লি উপস্থিত ছিলেন। অতিথিদের মাগরিব নামাজের পর ইফতার ও রাতের খাবারে আপ্যায়ন করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭এপ্রিল/জই