ভোলায় দুই কেজি গাঁজা সহ এক যবুক গ্রেফতার গত ১২ এপ্রিল ( বুধবারর) ভোলা পূর্বইলিশা ইউনিয়ন হইতে ২ কেজি গাঁজা সহ ১- মাদক ব্যবসাহিকে আটক করেন মডেল থানার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।বিকালে এ এস আই গোলাম, মোস্তফা সঙ্গীয় এ এস আই সুজন, এ এস আই মাইনুল ইসলাম কং/ ৭৭৪ মো: জসিম উদ্দিন, কং/ ৯৫৮ মোঃ শাহীন সহ।
ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১- নং ওয়ার্ড কালুপুর সাকিনে লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের পাকা রাস্তার কাছ থেকে ২- কেজি গাঁজা সহ নিরব নামের ১- যবুক কে গ্রেফতার করেন স্থানীয় মডেল থানার পুলিশ। সাং- দক্ষিণ চরপাতা ২- নং ওয়ার্ড পশ্চিম ইলিশা ইউনিয়ন থেকে নিরব নামে কালো মাদক ব্যবসাহিকে গ্রেফতার করেন। বর্তমানে আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫এপ্রিল/জই