ইতালিতে বিএনপি সাধারণ সম্পাদক ঢালী নাসিরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। বিশিষ্ট ব্যবসায়িক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢালী ফাষ্ট ফুড ও লা স্টোরিয়া দি রোমার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ সভাপতি আনিনুর রহমান সালাম, সহ সভাপতি সাজ্জাদুল কবির, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম মৃধা, গাজী সালাহ উদ্দিন সুইট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, প্রচার সম্পাদক মৃধা শহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি নুরুল আবছার, রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, আল আমিন বিশ্বাস, যুবদল ইতালি শাখার সভাপতি জাকির হোসেন গণি, যুবনেতা মাহামুদুল হাসান, কাওছার আহমেদ তাজুলসহ ইতালি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও প্রায় ছয়শতাধিক ধর্মপ্রাণ রোজাদার মুসল্লীরা।
শেষে সংক্ষিপ্ত ইসলামিক আলোচনায় টিএমসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী রমজানের গুরুত্ব ও তাৎপর্য ও পিতা মাতার কর্তব্য নিয়ে বিশেষ আলোচনা করেন। শেষে তিনি ঢালী নাসির উদ্দিনের প্রয়াত পিতা-মাতা, শশুর শাশুড়ি ও সকল আত্মীয়-স্বজন সহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫এপ্রিল/জই