ভিয়েনায় বিডি স্পোর্টস এন্ড ফান ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।ইফতার ও দোয়ার মাহফিলে সংগঠনটির সদস্য ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১১ এপ্রিল) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে বিডি স্পোর্টস এন্ড ফান – এর উদ্যোগে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক বি এম রুহুল আমিন। বিডিএসএফ সংগঠনের মধ্য থেকে আরও উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুদ,শাহরিয়ার শাহেদ, সেলিম রহমান ও আজিম সরকার প্রমুখ।
বিডি এস এফ সংগঠনটি মূলত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বয়স্ক প্রবাসীদের একটি ক্রীড়া
ভিত্তিক সংগঠন। তারা খেলাধূলা ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও নিয়মিত অংশগ্রহণ থাকেন। বিডি স্পোর্ট এন্ড ফান (BD SPORT & FUN) – এর নামাজ,রোজা ও স্কুলের ছুটি সম্বলিত বাৎসরিক ক্যালেন্ডারটি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিতে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
ইফতারের পূর্বে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আলেমে দ্বীন ও নেতৃবৃন্দ ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম বায়তুল মামুর মসজিদ -২০ এর ইমাম ও খতিব শায়খ মুমিনুল ইসলাম, শায়খ আব্দুস সাত্তার। আলোচনার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোশাহিদুল ইসলাম।
বক্তারা পবিত্র রমাদান মাসের শেষ দশকের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন। বিশেষ করে শেষ দশকের লাইলাতুল কদর রাতের অনুসন্ধানের ওপর গুরুত্ব আরোপ করেন। ইফতার ও দোয়ার মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর মসজিদ ভিয়েনা ২০ এর ইমাম ও খতিব শায়খ মুমিনুল ইসলাম। তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সমৃদ্ধি ছাড়াও সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫এপ্রিল/জই