• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ভিয়েনা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত – চ্যান্সেলর কার্ল সমুদ্রে উদ্ধার কাজ অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করে না: ফ্রন্টেক্স প্রধান ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা দেশজুড়ে ছাত্র- জনতার ‘শহীদী মার্চ’ ভোলায় র‍্যালি নারী ও শিশুসহ আটককৃত নিরাপরাধ “বম” দের মুক্তি দাবি দেশের ৫৫ নাগরিকের সেনা নিরাপত্তায় গাজীপুরে পোশাক কারখানা চালু দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ বাকী চার কমিশনারের পদত্যাগ দেশের বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছে জাপান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার বৈষম্য বিরোধী ও ছাত্র-জনতার গণ আন্দোলনে এখন পর্যন্ত ৮০০ শহীদের নাম পাওয়া গেছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন

জহিরুল ইসলাম ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন।বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ইচ্ছে পোষণ করেছিলেন, চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে নিজের দেহ দান করবেন। তাঁর সন্তান ও পরিবারের সদস্যরা সেই ইচ্ছে পুরণ করার চেষ্টাও করেছেন। কিন্তু, সম্মান ও ভালোবাসা জানিয়ে ডা. জাফরুল্লাহর মরদেহ কাটা-ছেঁড়া করতে চায়নি ঢাকা মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ। তাই সিদ্ধান্ত হয়েছে, শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তাকে দাফন করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার সময় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর তৃতীয় জানাজার আগে এ তথ্য জানান তাঁর একমাত্র ছেলে বারিশ চৌধুরী।

বারিশ চৌধুরী বলেন, ‘বাবার সারাজীবনের ইচ্ছে ছিল, তাঁর দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করবেন। আমরা পরিবারের সদস্য হিসেবে তাঁর ইচ্ছে পূরণ করতে চেষ্টা করেছিলাম। ঢাকা মেডিকেল কলেজ, যে প্রতিষ্ঠানে উনি পড়েছিলেন এবং গণস্বাস্থ্য কেন্দ্র, যে প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছিলেন; আমরা সেখানে দেহ দান করতে চেয়েছিলাম’

তিনি আরও বলেন, ‘দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আমরা শুনেছি, এমন কেউ নেই যে আমার বাবার লাশ কাটা-ছেঁড়া করতে চান। সম্মান থেকেই এই জিনিসটা বলা হয়েছে। আমরা খুব করে চেয়েছিলাম। কারণ, তিনি সারাজীবন উদাহরণ হিসেবে থাকতে চেয়েছিলেন। কিন্তু, যখন সম্মান এবং ভালোবাসা থেকে বলা হচ্ছে, কেউ হাত দিতে রাজি না; আমাদের তো আসলে কিছু করার নেই’।তাই আমরা আজ শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে, যেখানে উনি এত বছর ধরে কাজ করলেন, এদেশের মানুষের জন্য, বিশেষত গরিব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করলেন; ওখানে আমরা তাঁকে দাফন করেছি এবং শেষ সম্মান জানিয়েছি’।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫ এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ