জেরুজালেম নগরীর পবিত্র মসজিদুল আকসায় রমজানের তৃতীয় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত নামাজে ইসরায়েলি বাহিনীর বাধা-বিপত্তি উপেক্ষা করে প্রায় এক লাখ ৩০ হাজার মুসল্লি অংশ নেন।জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিল জানায়, রমজান মাসের তৃতীয় জুমার নামাজে অংশ নিতে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। হামলা, সংঘর্ষ ও বাধাবিপত্তি উপেক্ষা করে প্রায় এক লাখ ৩০ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েন।তাতে আরো বলা হয়, ফিলিস্তিনি মুসলিমদের চলাচল গতিরোধ করতে জেরুজালেম শহরে ইসরায়েলি সৈন্য বাহিনী মোতায়েন করা হয়। পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়।
এদিকে মসজিদুল আকসায় পশ্চিম তীর ও গাজা অঞ্চলের বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে ৫৫ বছরের কম বয়সী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তা ছাড়া সব বয়সের নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছর বয়স পর্যন্ত ছেলেদের জেরুজালেমে প্রবেশে অনুমোদন দেওয়া হয়।
সূত্র দৈনিক কালের কণ্ঠ
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭এপ্রিল/জই