তারেক রহমান বলেন দলীয় প্রচারনায় সোস্যাল মিডিয়ায় আস্থা প্রবাসী নেতাকর্মীরা।২০১৫ সালে বাংলাদেশের হাইকোর্ট নির্দেশে তারেক রহমানের বক্তব্য নিষেধ হওয়ার পর থেকে বিএনপির চেয়ারপার্সন মেডাম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে বিএনপির নেতাকর্মীরা ফেইসবুক এবং অন্যান্য সোস্যাল মিডিয়ায় সরকার বিরোধী প্রচার প্রচারণা শুরু করে.. এমতাবস্থায় সরকার সোস্যাল মিডিয়া দমানোর জন্য বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করে. বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সরকারের বিভিন্ন অবৈধ কার্যকলাপ ও সরকার বিরোধী প্রচার করার কারনে সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার,গুম,খুন এবং হুমকী দেওয়া শুরু করে।
আইসিটি মামলার অধীনে এই পযর্ন্ত সরকার প্রায় প্রায় দশ হাজার বিএনপির নেতাকর্মী,কলামিস্ট এবং সাধারণ মানুষদের গ্রেফতার করে। দেশের বর্তমান অবস্থায় বি এন পি নতুন করে আবার ঘুরে দাড়িয়েছে। বি এন পির তৃনমূল আজ উজ্জীবিত। তাই দেশের দলীয় নেতাকর্মীদের সরকার বিরোধী আন্দোলনে মাঠে সক্রিয় থাকার কথা চিন্তা করে সোস্যাল মিডিয়া থেকে সাময়িক সময়ের জন্য দেশীয় নেতাকর্মীদের কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সরকার বিরোধী প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে বিদেশে অবস্থানরত অনেকের সরকার বিরোধী কার্যকলাপ সোস্যাল মিডিয়ায় চোঁখে পরার মত। আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিদেশে অবস্থানরত বি এন পির নেতাকর্মীদের কড়া হুশিয়ারি দিয়েছেন। আওমীলীগ নেতা সেলিম হক বলেছেন বিএনপির ষড়যন্ত্রকারী বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের দেশে আসলে কড়া জবাব দেওয়া হবে..
বর্তমানে ফেইসবুক ইউটিবার ইলিয়াস হোসাইন,যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আবু সায়েম, যুক্তরাজ্য মহানগর বিএনপি নেতা তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহিন আহমদ, যুক্তরাজ্য যুবদল এর সাবেক সভাপতি নিয়াজ মাহমুদ,মহানগর বিএনপি নেতা খালেক চৌধুরী, শিমু আহমদ,সৈয়দ মুকিত উদ্দিন পরশ, যুক্তরাজ্য মহানগর বিএনপির নেতা মোঃ করিম চৌধুরী এবং আমেরিকার
জনপ্রিয় গায়িকা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবি নাজনীন,প্রখ্যাত সাংবাদিক কনক সারোয়ার, সেনা অফিসার শহীদ ইসলাম, কবি আব্দুল হাই,মিনার শহীদ, যুবদলের সভাপতি শাহ পরান চৌধুরী, নিউইয়ার্ক বিএনপির সহ সভাপতি শাখায়তউল্লাহ এবং কানাডার বিএনপির মঞ্জুর মোর্শেদ(প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক)বিএনপি নেতা মজিবুল হক চৌধুরী…এছাড়া ও ইউরোপ এর ফ্রান্স বিএনপির এর নেতা মিনহাজুল হাসান, শেখ এমরান, আলাল আহমদ,গ্রিস বিএনপি সাবেক সভাপতি জিএম মুখলেছুর রহমান,গ্রিস বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন সরকার..জার্মান এর আরিফ চৌধুরী.. মধ্যপ্রাচ্যের বিএনপির মোঃ শাহজাহান ভুইয়া (সৌদি আরব), আবুল খায়ের (সৌদি আরব). মোঃ শরীফ (ডুবাই) সহ বিভিন্ন নেতাকমীদের সরকার নজরে রেখেছেন.. তারপর ও সকল বাধা অতিক্রম করে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা সরকার বিরোধী কার্যকলাপ প্রচারনায় সোস্যাল মিডিয়ায় সরব রয়েছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫মার্চ/জই