পিতৃ পরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা- এক রিট মামলায় ২৪ জানুয়ারি ২০২৩ এই যুগান্তকারী রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট। তবে অনেক একা মা (single mother) ভাবছেন, এই রায়ে তারা তাদের সন্তানের অভিভাকত্ব পেলেন; বাস্তবতা কিন্তু তা নয়। রায়ের ব্যাখ্যা জানতে চাইলে ডেপুটি এটর্নি জেনারেল ও এই মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলী এডভোকেট অমিত দাশগুপ্ত জানান, এটি সন্তানের অভিভাবকত্বের মামলা নয়। ২০০৭ সালে ঠাকুরগাঁওয়ের এক শিক্ষার্থী নবম শ্রেণীতে বোর্ডের ফর্ম ফিলাপের সময় বাবার নাম লিখতে না পারায় তাকে নিবন্ধন দেয়নি রাজশাহী শিক্ষা বোর্ড। সেই ঘটনায় দায়ের করা রিট মামলার চুড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্ট ঘোষণা করলেন, পিতৃপরিচয়হীন বা পিতার পরিচয় দিতে অনাগ্রহী সন্তানের অভিভাবক হবেন শুধু তার মা। মা না থাকলে আইনগতভাবে অন্য কেউও অভিভাবক হতে পারবেন। আগের মতো পরীক্ষার ফরম ফিলাপসহ সবক্ষেত্রে বাবার নাম লেখা আর বাধ্যতামূলক থাকবে না, শুধু মায়ের নামেই চলবে।
তবে একা মায়েদের সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রে এই রায় কোনো প্রভাব ফেলবে না। সেক্ষেত্রে আগের মতোই পিতার অবর্তমানে মাকে সন্তানের অভিভাবকত্ব পেতে হলে, দাদা চাচাসহ আইনগত অন্য অভিভাবকদের অনাপত্তি সাপেক্ষে আদালতের অনুমোদেন নিতে হবে।
মুক্তিযুদ্ধের পরে নির্যাতিত নারীদের ব্যাপারে জাতির পিতা বলেছিলেন, “বাবার নামের জায়গায় লিখে দাও- শেখ মুজিবুর রহমান, আর ঠিকানা লিখে দাও ধানমন্ডি ৩২ নম্বর।” সেই ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেদিন লাঞ্ছিত নারীদের প্রতি যে মানবিক- সহানুভূতির দৃষ্টি দেখিয়েছিলেন,, আজকের হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে তা আইনগত ভিত্তি পেলো।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২ ফেব্রুয়ারি/জই